Breaking News
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১১ আনন্দের দিন প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১১ আনন্দের দিন প্রশ্ন উত্তর: আজ খুশি আপা ক্লাসে এসে একটি খবর দিতেই সবাই আনন্দে হৈ হৈ করে ওঠে। স্কুলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ঘুরতে নিয়ে যাওয়া হবে। কোথায় যাওয়া যায়- এ ব্যাপারে খুশি আপা সবার মতামত জানতে চান। কেউ জাদুঘরে, কেউ শিশুপার্কে, আবার কেউ লালবাগ কেল্লায় যাওয়ার কথা বলে। অতঃপর সবার সম্মতিক্রমে লালবাগ কেল্লায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুশি আপার সাথে নির্ধারিত দিনে শিক্ষার্থীরা লালবাগ কেল্লায় বেড়াতে গিয়ে অনেক নতুন কিছু জানতে পারে। সব মিলিয়ে তারা অত্যন্ত আনন্দময় দিন অতিবাহিত করে।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১১ আনন্দের দিন প্রশ্ন উত্তর:

শব্দ শিখি:

জাদুঘর – যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়
শিশুপার্ক – শিশুদের খেলার ও ঘোরার জায়গা
কেল্লা – দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করা হয়।
দায়িত্ব – কাজ
নোটবুক – লেখার ছোটো খাতা
ফটক – সদর দরজা
মাজার – বিশেষ ব্যক্তির কবর
গম্বুজ – গোলাকার ছাদ
টিলা -ভউঁচু জায়গা
প্রাচীন – পুরাতন
মুদ্রা – ধাতুর তৈরি পয়সা

অনুশীলনী

১। বাক্য লিখি।

মতামত : ………………….।
জাদুঘর : ………………….।
নোটবুক : ………………….।
প্রাচীন : ………………….।
তালিকা : ………………….।

উত্তর:

মতামত – অন্যের মতামতকে সম্মান করব।
জাদুঘর – জাদুঘরে অনেক প্রাচীন নিদর্শন দেখা যায়।
নোটবুক – আমি গুরুত্বপূর্ণ কথাগুলো নোটবুকে লিখে রাখি।
প্রাচীন – প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো শালবন বিহার।
তালিকা- আমাদের উচিত একটি তালিকা প্রস্তুত করে কাজ করা।

২। যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই।

কেল্লা ল্ল = ল+ল ………………….
ঘণ্টা ন্ট = ণ+ট ………………….
গম্বুজ ম্ব = ম+ব ………………….
আনন্দ ন্দ = ন+দ ………………….
ক্লাস ক্ল = ক+ল ………………….
দায়িত্ব ত্ব = ত+ব ………………….
মুদ্রা দ্র = দ+র …………………

উত্তর:

কেল্লা ল্ল = ল+ল কুমিল্লা।
ঘণ্টা ন্ট = ণ+ট কণ্টক।
গম্বুজ স্ব = ম+ব সম্বল।
আনন্দ ন্দ < ন+দ ছন্দ।
ক্লাস ক্ল = ক+ল ক্লান্ত।
দায়িত্ব ত্ব = ত+ব কর্তৃত্ব।
মুদ্রা দ্র = দ+র নিদ্রা।

৩। উত্তর বলি ও লিখি।

ক) ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল কেন?
উত্তর: স্কুল থেকে ঘুরতে যাওয়ার খবর শুনে সবাই হৈ হৈ করে উঠল।

খ) সবাই মিলে কোথায় যাবে ঠিক করল?
উত্তর: সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করল।

গ) আপা কী কী জিনিস সাথে নিতে বললেন?তাল
উত্তর: আপা পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন।

ঘ) রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন?
উত্তর: কোথাও ঘুরতে গেলে বা ভ্রমণের সময় সকল সদস্যের উপস্থিতি জানা বা নিরাপত্তার জন্য নামের তালিকা প্রয়োজন। কোনো দুর্ঘটনা বা বিপদ ঘটলে তালিকার সাহায্যে তাদের সঠিক অবস্থান ও পরিচয় জানা যায়। তাছাড়া ভ্রমণের সময় সকল সদস্য একসাথে থাকে না বা কোনো কারণে কোনো সদস্য আলাদা হয়ে যেতে পারে, তখন তাদের খুঁজে পেতে অথবা ভ্রমণ শেষে ফেরার সময় সকল সদস্য আসছে কি না তা জানার জন্যও নামের তালিকা সাহায্য করে। আর এসব কারণেই রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়।

ঙ) কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল?
উত্তর: রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল।

৪। বিভিন্ন ধরনের বাক্য পড়ি।

আমাকে একটু পানি দাও। অনুরোধ বাক্য
সবাই খাতা বের করো। আদেশ বাক্য
ফুল ছিঁড় না। নির্দেশ বাক্য
মানুষকে সাহায্য করবে। উপদেশ বাক্য

৫। সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি।

কোথায় যাবো? ………………….
কবে যাবো? ………………….
কে কে যাবো? ………………….
কীভাবে যাবো? ………………….
কী কী করবো? ………………….
কখন যাবো? ………………….
কখন ফিরবো? ………………….

উত্তর:

কোথায় যাবো? কুমিল্লার ময়নামতি।

কবে যাবো? ১০ই মার্চ ২০২৫।

কে কে যাবো? শুভ, শিলা, তুবা, রবি, সিয়াম, হাসান, আবিদ, রিয়ান এবং দুইজন অভিভাবক।

কীভাবে যাবো? ঢাকা টু কুমিল্লা বাস এ করে।

কী কী করবো? ময়নামতির ঐতিহাসিক স্থান বৌদ্ধ বিহার, মন্দির, পুঁথি ও সংস্কৃতির নিদর্শন, লালমাই পাহাড়, কুমিল্লা প্রত্নতাত্ত্বিক জাদুঘর ইত্যাদি বিখ্যাত স্থানগুলো ঘুরে ঘুরে দেখবো।

কখন যাবো? সকাল ৭:০০ টায়।

কখন ফিরবো? বিকাল ৫:০০ টায়।

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর: 

শূন্যস্থান পূরণ করো:

১. ………..আপা ক্লাসে এলেন।
২. …………বাজতেই খুশি আপা ক্লাসে এলেন।
৩. তোমাদের জন্য………….খবর আছে।
৪. আমরা…………থেকে ঘুরতে যাব।
৫. ক্লাসের সবাই আনন্দে………..করে উঠল।
৬. তপু………..যাওয়ার প্রস্তাব দেয়।
৭. রাজু………..যাওয়ার কথা বলে।
৮. খুশি আপা অন্যদের………..জানতে চান।
৯. তুলি………..যাওয়ার প্রস্তাব করে।
১০. ………..ঠিকমতো হাঁটতে পারে না।

উত্তর:

১. খুশি আপা ক্লাসে এলেন।
২. ঘণ্টা বাজতেই খুশি আপা ক্লাসে এলেন।
৩. তোমাদের জন্য আনন্দের খবর আছে।
৪. আমরা স্কুল থেকে ঘুরতে যাব।
৫. ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল।
৬. তপু জাদুঘরে যাওয়ার প্রস্তাব দেয়।
৭. রাজু শিশুপার্কে যাওয়ার কথা বলে।
৮. খুশি আপা অন্যদের মতামত জানতে চান।
৯. তুলি লালবাগ কেল্লায় যাওয়ার প্রস্তাব করে।
১০. মিলি ঠিকমতো হাঁটতে পারে না।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১. ঘণ্টা বাজতেই কে ক্লাসে আসেন?
উত্তর: খুশি আপা।

২. খুশি আপা সবাইকে কী খবর দেন?
উত্তর: স্কুল থেকে ঘুরতে যাওয়ার খবর।

৩. ঘুরতে যাওয়ার খবর শুনে সবার কেমন প্রতিক্রিয়া হয়?
উত্তর: সবাই আনন্দে হৈ হৈ করে উঠে।

৪. খুশি আপা কোন বিষয়ে সবার মতামত জানতে চান?
উত্তর: কোথায় ঘুরতে যাওয়া যায়-সেই বিষয়ে।

৫. তপু কোথায় যাওয়ার কথা বলে?
উত্তর: জাদুঘরে।

৬. কে শিশুপার্কে যাওয়ার প্রস্তাব করে?
উত্তর: রাজু।

৭. তুলি কোথায় যাওয়ার প্রস্তাব করে?
উত্তর: লালবাগ কেল্লায়।

৮. কে ঘুরতে যেতে পারবে না বলে জানায়?
উত্তর: মিলি।

৯. কে মিলিকে সাহায্য করতে চায়?
উত্তর: তুলি।

১০. সবাই মিলে কোথায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়?
উত্তর: লালবাগ কেল্লা।

১১. কে ঠিকমতো হাঁটতে পারে না?
উত্তর: মিলি।

১২. কোন দিন ঘুরতে যাওয়ার জন্য নির্দিষ্ট হয়?
উত্তর: শনিবার।

১৩. কখন সবাইকে স্কুলে উপস্থিত থাকতে বলা হয়?
উত্তর: সকাল দশটায়।

১৪. খুশি আপা সবাইকে কী পরে আসতে বলেন?
উত্তর: স্কুলের পোশাক।

১৫. শনিবার সকালে সবাই কোথায় জড়ো হয়?
উত্তর: স্কুল মাঠে।

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১০ বাক্য পড়ি ও লিখি

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১২ বালুচরে একদিন প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *