চতুর্থ শ্রেণি সমাজের পরস্পরের সহযোগিতা প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণি: সমাজের পরস্পরের সহযোগিতা

চতুর্থ শ্রেণি সমাজের পরস্পরের সহযোগিতা প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণি সমাজের পরস্পরের সহযোগিতা প্রশ্ন উত্তর: একটি সমাজে বিভিন্ন ধরনের মানুষ একসাথে মিলেমিশে বাস করে। এদের মধ্যে কেউ নারী, কেউ পুরুষ, কেউ ছেলে শিশু, কেউ মেয়ে শিশু, কেউ দরিদ্র, কেউ ধনী। আবার কেউ কেউ বিভিন্ন ধর্মের বা বিভিন্ন জাতিসত্তার। বিভিন্ন দিক থেকে আলাদা হলেও আমরা মিলেমিশে বাস করি। আর সমাজের মঙ্গলের জন্য নারী-পুরুষ সবাই মিলে কাজ করি। দেশের অর্থনীতির উন্নয়নে নারী ও পুরুষের অবদান সমান।

চতুর্থ শ্রেণি সমাজের পরস্পরের সহযোগিতা প্রশ্ন উত্তর:

অনুশীলনী সমাধান:

অল্প কথায় উত্তর দাও:
১. জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কীভাবে তুলনা করা হয়?
উত্তর: জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা আনুপাতিক হারে তুলনা করা হয়।
২. ‘বৈষম্য’ বলতে কী বোঝায়?
উত্তর: যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই হলো বৈষম্য।
৩. শ্রেণিকক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুর পরিচয় দাও।
উত্তর: আমাদের শ্রেণিকক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশু রয়েছে। সে চোখে কম দেখতে পায়। যার কারণে বোর্ডের লেখা সে ভালোভাবে বুঝতে পারে না। কখনও কখনও পথ চলতেও তার সমস্যা হয়।
৪. ‘বৈচিত্র্য’ বলতে কী বোঝায়?
উত্তর: ভিন্ন ভিন্ন বা নানা রকম বৈশিষ্ট্যকেই বলা হয় বৈচিত্র্য।

প্রশ্নগুলোর উত্তর দাও:
১. পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও।
উত্তর: পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো আমাদের দুই ভাই-বোনকেই মা-বাবা বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন।

২. তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কী কর?
উত্তর: আমার কোনো বন্ধুর উপর রেগে গেলে আমি চুপ থাকার চেষ্টা করি।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর: 

১. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও। 
১.সমাজে বিভিন্ন ধরনের মানুষ কীভাবে বাস করে?
ক. বিচ্ছিন্নভাবে        খ. একাকি
গ. মিলেমিশে          ঘ. ভাগ হয়ে
২. সমাজে ও বিদ্যালয়ে স্বাভাবিক মানুষ ছাড়া আর কারা বাস করে?
ক. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ খ. চাকরিজীবী
গ. নারী                                           ঘ. পুরুষ
৩. দেশের উন্নয়নে নারী ও পুরুষের কেমন অবদান রয়েছে?
ক. পুরুষদের বেশি                খ. নারীদের বেশি
গ. নারী ও পুরুষের সমান  ঘ. কোনো অবদান নেই
৪. আমাদের সবার মা-বাবার পেশা কী রকম?
ক. কৃষিকাজ করেন    খ. ভিন্ন ভিন্ন কাজ করেন
গ. চাকরি করেন           ঘ. ব্যবসায় করেন
২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। 
১। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই__।
২। সমাজে এমন কিছু শিশু আছে যারা নানা কারণে __আসতে পারে না।
৩। সমাজে বা বিদ্যালয়ে সব জায়গাতেই বিশেষ__ মানুষ বা শিশু থাকতে পারে।
৪। __শিশুরা নাম ধরে ডাকলে সাড়া দেয় না।
৫। যাদের হাঁটতে সমস্যা হয় তাদের আমরা __করব।
৬। পরিবারে আমরা সবাই মিলেমিশে__ বসবাস করি।
৭। মা-বাবা ও__ নিয়ে আমাদের পরিবার।
৮। কোনো কোনো পরিবারে__ ও অন্যান্য আত্মীয় পরিজন থাকেন।
৯। সবাই__গ্রহণ করার অধিকার আছে।
১০। পরিবারের বিভিন্ন কাজে ছেলেমেয়ে সকলেরই __করা প্রয়োজন।
১১। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে__করেন।
১২। সবখানেই নারী ও পুরুষকে__চোখে দেখা উচিত।
১৩। নারী ও পুরুষ উভয়ের সব ধরনের কাজ করার__রয়েছে।
১৪। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক __ ও অর্ধেক পুরুষ।
১৫। দেশের __নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। –
১৬। নারী ও পুরুষের মাঝে কোনো__ করা উচিত নয়।
১৭। আমরা বিভিন্ন __ অবস্থান থেকে এসেছি।
১৮। সকলের মাতৃভাষা__ নয়।
১৯। অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে __ রয়েছে।
২০। অনেকে শিশু বয়সেই মা-বাবার সাথে__ মূলক কাজ করে।
২১। শ্রেণিতে কারও পড়া শিখতে একটু বেশি __ লাগে।
২২। আমরা সবাই সবার পাশে দাঁড়াব এবং __করব।
২৩। দেশের মোট জনসংখ্যার __অর্ধেক নারী। –
২৪। প্রয়োজনে আমরা সবাই সবার পাশে __এবং সহযোগিতা করব।
২৫। দেশের উন্নয়নে নারী ও পুরুষের __অবদান আছে।
উত্তরমালা: ১। সমান; ২। স্কুলে; ৩। চাহিদাসম্পন্ন; ৪। অটিস্টিক; ৫। সহায়তা। ৬। শান্তিতে; ৭। ভাইবোন; ৮। দাদা-দাদি; ৯। শিক্ষা; ১০। অংশগ্রহণ; ১১। কাজ; ১২। সমান; ১৩। যোগ্যতা; ১৪। নারী; ১৫। উন্নয়নে; ১৬। বৈষম্য; ১৭। সামাজিক; ১৮। এক; ১৯। ভিন্নতা; ২০। আয়; ২১। সময়; ২২। সহযোগিতা; ২৩। প্রায়; ২৪। থাকব; ২৫। সমান;

 

৩. বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল কর।
ক. আমরা যদি কাউকে খারাপ কথা বলি →তাদের চলাচলে সাহায্য করব।
খ. যার বাংলা বুঝতে সমস্যা হয় →তাদের শ্রেণিতে সামনে বসতে দেব।
গ. যার হাঁটা-চলায় সমস্যা আছে→তারা কষ্ট পাবে।
ঘ. আমাদের কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে→তাদের ভাষা বুঝতে সাহায্য করব।
উত্তর: 
ক. আমরা যদি কাউকে খারাপ কথা বলি →তারা কষ্ট পাবে।
খ. যার বাংলা বুঝতে সমস্যা হয় →তাদের ভাষা বুঝতে সাহায্য করব।
গ. যার হাঁটা-চলায় সমস্যা আছে→তাদের চলাচলে সাহায্য করব।
ঘ. আমাদের কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে→তাদের শ্রেণিতে সামনে বসতে দেব।

 

৪. অল্প কথায় উত্তর দাও। 
প্রশ্ন ১। তুমি তোমার বয়সের চেয়ে বড়দের কী করবে?
উত্তর: আমি আমার বয়সের চেয়ে বড়দের শ্রদ্ধা করব।
প্রশ্ন ২। কামাল বাংলাদেশে বাস করে। তার দেশের মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা কত?
উত্তর: কামালের দেশ তথা বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় অর্ধেক নারী।
প্রশ্ন ৩। সোহেল কোনো কিছু ঠিকমতো শুনতে পায় না। তাকে তুমি কী ধরনের শিশু বলবে?
উত্তর: সোহেলকে আমি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলব।
প্রশ্ন ৪। তোমার সহপাঠী রোমেল শারীরিক সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসে না। তুমি তার জন্য কী করবে?
উত্তর: আমি রোমেলকে নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করব।
প্রশ্ন ৫। নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না কীভাবে?
উত্তর: শিশুকাল থেকে ছেলেমেয়ে একসাথে কাজ করার অভ্যাস করতে পারলে নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না।
প্রশ্ন ৬। কোন ধরনের শিশুরা নাম ধরে ডাকলে সাড়া দেয় না?
উত্তর: অটিস্টিক শিশুরা নাম ধরে ডাকলে সাড়া দেয় না।
প্রশ্ন ৭। তোমার এলাকার কোন ধরনের শিশুরা শব্দ, আলো ও স্পর্শের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল?
উত্তর: আমার এলাকার অটিস্টিক শিশুরা শব্দ, আলো ও স্পর্শের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল।
প্রশ্ন ৮। নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয় কেন?
উত্তর: আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। তাই দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। এজন্য নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়।
প্রশ্ন ৯। কোনো সহপাঠী অসুস্থ হলে আমাদের কী করা উচিত?
উত্তর: কোনো সহপাঠী অসুস্থ হলে আমরা তাকে সহযোগিতা করব।

 

৫. নিচের কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর উত্তর দাও।

প্রশ্ন ১। কাদের নিয়ে আমাদের পরিবার? আমরা সবাই শিক্ষা গ্রহণ করব কেন? পরিবার সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর: মা-বাবা, ভাই-বোন নিয়ে আমাদের পরিবার। নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই শিক্ষা গ্রহণ করব। পরিবার সম্পর্কে চারটি বাক্য হলো-
১. পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি।
২. একটি পরিবারে ছেলে ও মেয়ে শিশু সবাই সমান।
৩. পরিবারে আমাদের কিছু অধিকার রয়েছে।
৪. পরিবারে আমাদের কিছু কর্তব্যও রয়েছে।

প্রশ্ন ২। বৈষম্য কী? নারী ও পুরুষ বৈষম্য করা উচিত নয় কেন? পরিবারে ছেলে ও মেয়ের অবস্থান সম্পর্কে চারটি বাক্যে লেখ।
উত্তর: বৈষম্য হলো সবাইকে সমান চোখে না দেখা। দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে বলে কোনোরূপ বৈষম্য করা উচিত নয়। পরিবারে ছেলে ও মেয়ের অবস্থান সম্পর্কে চারটি বাক্য হলো-
১. পরিবারে মেয়ে ও ছেলে শিশুকে সমান দৃষ্টিতে দেখতে হবে।
২. সবাইকে শিক্ষা গ্রহণ করার অধিকার প্রদান করতে হবে।
৩. পরিবারের বিভিন্ন কাজে ছেলেমেয়ে সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। ৪. ছেলেমেয়েকে একই ধরনের খাবার খেতে দিতে হবে।

প্রশ্ন ৩। বিদ্যালয়ে ছেলেমেয়েদেরকে কেমন চোখে দেখা উচিত? অনেক শিশু বিদ্যালয়ে আসতে পারে না কেন? শিশুদের প্রতি তোমার করণীয় সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর: বিদ্যালয়ে ছেলেমেয়েদেরকে সমান চোখে দেখা উচিত। অনেক শিশু মা-বাবার সাথে আয়মূলক কাজ করেন বলে বিদ্যালয়ে আসতে পারে না। শিশুদের প্রতি আমার করণীয় সম্পর্কে চারটি বাক্য-
১. যেসব শিশু বিদ্যালয়ে আসে না বিদ্যালয়ে আসতে উৎসাহিত করব।
২. তাদের সাথে ভালো ব্যবহার করব।
৩. তাদের সাথে মিলেমিশে থাকব।
৪. প্রয়োজনে শিশুদের পাশে দাঁড়াব এবং সহযোগিতা করব।

প্রশ্ন ৪। কোন ধরনের শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না? আমাদের সামাজিক অবস্থান বিভিন্ন হওয়ার চারটি কারণ লেখ।
উত্তর: যেসব শিশু পরিবারের প্রয়োজনে মা-বাবার সাথে আয়মূলক কাজ করে সেসব শিশু বিদ্যালয়ে আসতে পারে না। আমাদের সামাজিক অবস্থান বিভিন্ন হওয়ার চারটি কারণ-
১. সকলের মাতৃভাষা এক নয়।
২. অনেকের ধর্ম আলাদা হয়।
৩. অনেকের মা-বাবার পেশা ভিন্ন হয়।
৪. সকলের অর্থনৈতিক অবস্থা এক নয়।

প্রশ্ন ৫। কাদের আমরা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশু বলতে পারি? তাদের সাথে আমরা কীরূপ ব্যবহার করব তা চারটি বাক্যে লেখ।
উত্তর: যেসব শিশুর দেখায় সমস্যা, শোনায় সমস্যা ও শারীরিক সমস্যা রয়েছে সেসব শিশুদের আমরা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশু বলতে পারি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে আমরা যেরূপ ব্যবহার করব তা নিচে চারটি বাক্যে উল্লেখ করা হলো-
(i) তাদের বিদ্যালয়ে আনতে উৎসাহিত করব।
(ii) তাদের মনে কোনো কষ্ট দিব না।
(iii) তাদের জীবন কীভাবে সহজ করা যায় তার চেষ্টা করব।
(iv) তাদের পাশে দাঁড়াব ও সহযোগিতা করব।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ ও সমাজ প্রশ্ন উত্তর

আরও পড়ুন: ৪র্থ শ্রেণি বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF)

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF)

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF): প্রিয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা সুন্দর একটি রচনা লিখব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *