চতুর্থ শ্রেণি-আজকে আমার ছুটি চাই প্রশ্ন উত্তর: রচনাটিতে মূলত একটা চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কখন, কাকে এবং কীভাবে চিঠি লিখতে হয়। রচনাটিতে দেখা যায় শাহীন তার বোনের অসুখের কারণে স্কুলে যেতে পারে না। সে তার ক্লাসে অনুপস্থিতির কারণ জানিয়ে শ্রেণি শিক্ষককে ছুটির জন্য একটা চিঠি লেখে এবং তার চিঠিটা স্যারকে পৌঁছে দেয়ার জন্য সে তার বন্ধুকে আরেকটি চিঠি লেখে। শ্রেণিশিক্ষক তার চিঠি পেয়ে তার একদিনের ছুটি দেয়।
চতুর্থ শ্রেণি-আজকে আমার ছুটি চাই প্রশ্ন উত্তর
১. জেনে নিই।
ক. চিঠি কয়েক রকম হতে পারে। যেমন-ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক চিঠি, দাপ্তরিক চিঠি, অনুরোধ পত্র বা আবেদন পত্র ইত্যাদি।
খ. চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে। যেমন-
১. যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ
২. সম্বোধন বা সম্ভাষণ
৩. মূল বক্তব্য (ভেতরে যে কথাগুলো থাকে)
৪. বিদায় সম্ভাষণ (পত্রের ইতি টানা)
৫. প্রেরকের (যে চিঠি পাঠাচ্ছে তার) নাম ও ঠিকানা
৬. প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা
২. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক. শাহীন কেন চিঠি লিখেছিল?
উত্তর: শাহীন চিঠি লিখেছিলো এই কারণে যে, শ্রেণিশিক্ষক যেন জানতে পারেন কেন সে আজ ক্লাসে উপস্থিত থাকতে পারছে না এবং তাকে যেন এক দিনের ছুটি দেওয়া হয় সেই কারণে।
খ. শাহীন কাকে কাকে চিঠি লিখেছিল?
উত্তর: শাহীনকে দুটো চিঠি লিখতে হয়েছিল। একটা ক্লাসের স্যারকে। অন্যটা তার বন্ধু শেখরকে।
গ. বন্ধু শেখরকে কেন শাহীন চিঠি লিখেছিল?
উত্তর: শাহীন তার বন্ধু শেখরকে চিঠি লিখেছিল, তার চিঠিটা ক্লাসের স্যারকে পৌঁছে দেয়ার জন্য।
ঘ. চিঠি লেখার ফলে শাহীনের কী লাভ হয়েছিল?
উত্তর: চিঠি লেখার ফলে শাহীনের শিক্ষক জানতে পেরেছিল কেন শাহীন ক্লাসে আসতে পারেনি এবং সে কারণেই শিক্ষক তাকে এক দিনের ছুটি দেয়।
ঙ. চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে?
উত্তর: চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে। যেমন-
১। যেখান থেকে পত্র লেখা হচ্ছে সে জায়গার নাম ঠিকানা ও তারিখ;
২। সম্বোধন বা সম্ভাষণ;
৩। মূল বক্তব্য (ভেতরে যে কথাগুলো থাকে);
৪। বিদায় সম্ভাষণ (পত্রের ইতি টানা);
৫। পত্রপ্রেরণের (যে চিঠি পাঠাচ্ছে তার) স্বাক্ষর ও ঠিকানা এবং
৬। প্রাপকের (যে চিঠি পাবে তার) নাম ও ঠিকানা।
৪. পত্র লিখি।
উত্তর:
তাং: ১৮.০২.২৫
বরাবর প্রধান শিক্ষক জে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিষয়: পাশের স্কুলের সঙ্গে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য ছুটি চেয়ে আবেদন।
জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির নিয়মিত ছাত্র। পাশের স্কুলের সঙ্গে আমাদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেখানে গিয়ে ঐ খেলা উপভোগ করতে চাই।
অতএব, জনাবের কাছে আকুল আবেদন এই যে, আমাদেরকে খেলাটি দেখতে যাওয়ার অনুমতি দানে মর্জি হয়।
বিনীত আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষে- রফিক, সফিক, কামাল।
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
উত্তর: শাহীনের বাবা দূরে কোথাও কাজে গিয়েছে। বাড়িতে ছোট বোন একা এবং তার অসুখ করেছে। এজন্য অসুস্থ ছোট বোনকে একা বাড়িতে রেখে শাহীন স্কুলে যেতে পারে নি।
উত্তর: শাহীন ইছাপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
Its very helpful, thank you
উত্তর গুলো খুব সহজ এবং সুন্দর হয়েছে