অতিথি পাখি অনুচ্ছেদ রচনা (PDF)
অতিথি পাখি অনুচ্ছেদ রচনা

অতিথি পাখি অনুচ্ছেদ রচনা (PDF)

অতিথি পাখি অনুচ্ছেদ রচনা (PDF): প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অতিথি পাখি সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখব। চলো, এখন অনুচ্ছেদ রচনাটি শুরু করি!

অতিথি পাখি অনুচ্ছেদ রচনা (PDF):

অতিথি পাখি

বরফাচ্ছন্ন শীতপ্রধান অঞ্চলের ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে এবং অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার সুখ অনুভব করতে সুদীর্ঘ পথ পেরিয়ে অতিথি পাখিরা আসে নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ বাংলাদেশে। শীতকালে অতিথি পাখিদের আগমন ঘটে থাকে এবং শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা তাদের পূর্বের আবাসের উদ্দেশে উড়াল দেয়। অল্প সময় অবস্থানের জন্যে এদেশে আসে বলে এই পাখিরা আমাদের অতিথি, আর তাই এদের নাম অতিথি পাখি। অনেকে এদের ‘পরিযায়ী পাখি’ বলেন। দেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন, সুনামগঞ্জের হাওর, ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা চিড়িয়াখানার জলাশয়গুলোতে এরা সাময়িক আবাস গড়ে তোলে। এছাড়া গোপালগঞ্জ, খুলনা ও যশোরের বিলগুলোতেও অনেক পাখি আশ্রয় নেয়। পুরো শীত জুড়েই জলে বা জলার ধারে থাকে অতিথি পাখির বিচরণ। মূলত হিমালয়ের পাদদেশ থেকে এবং সুদূর সাইবেরিয়া বা উত্তর ইউরোপ পাড়ি দিয়ে এরা শীতের অতিথি হয়ে আসে। অতিথি পাখিদের মধ্যে কাইন, রাঙ্গে, টেকুর, ডাক, বালি হাঁস, কোড়া, কুদলা, হাঁস জাতীয় পাখি, চখাচখি, বড় দিঘির গুলিন্দা ইত্যাদি উলে­খযোগ্য। জলার ধারে আশ্রয় নেওয়া এই পাখিগুলোর বিচরণ যেমন একদিকে হৃদয়গ্রাহী, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু মানুষের নিষ্ঠুর আচরণ শীতের এই অতিথিদের অবাধ বিচরণকে সংকটময় করে তোলে। প্রতি বছরই শীতের সময় কিছু মানুষ অতিথি পাখি নিধনযজ্ঞে মেতে ওঠে, যা অনৈতিক। বাস্তবে অতিথি পাখিদের অতিথির মতোই সাদরে গ্রহণ করা উচিত। তাদের জন্যে তৈরি করা উচিত অভয়ারণ্য। এই পাখিরা শুধু আমাদের দেশে সৌন্দর্য বৃদ্ধি করতেই আসে না; তারা নিয়ে আসে সাম্য-মৈত্রীর বার্তাও। অতিথি পাখিরা আমাদের সামনে কাঁটাতারমুক্ত অবাধ বিচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যায়। বিশ্বায়নের যুগে এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই অতিথি পাখি সংরক্ষণে বিশেষভাবে সচেতন হতে হবে। প্রতিরোধ করতে হবে পাখি শিকারিদের। তবেই আমাদের বাংলাদেশ হবে অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “অতিথি পাখি” অনুচ্ছেদ রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ রচনা (PDF)

Read More: গ্রাম্যমেলা অনুচ্ছেদ রচনা (PDF)

Codehorse App

Check Also

প্রবন্ধ রচনা PDF

কৃষিকাজে বিজ্ঞান রচনা PDF

কৃষিকাজে বিজ্ঞান রচনা PDF: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কৃষিকাজে বিজ্ঞান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লিখব। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *