Breaking News
অতিথির স্মৃতি গল্পের MCQ
অতিথির স্মৃতি গল্পের MCQ

অতিথির স্মৃতি গল্পের MCQ

অতিথির স্মৃতি গল্পের MCQ: আজ আমরা অতিথির স্মৃতি গল্পের ১০৬ টি বহুনির্বাচনি প্রশ্ন ও অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর আলোচনা করব।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর:

১. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? 
ক) সন্ধ্যার পূর্বে
খ) সন্ধ্যার পরে
গ) বিকেল বেলা
ঘ) গোধূলি বেলা
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি. লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) অক্সফোর্ড
ঘ) কেমব্রিজ
৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারো আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

বাবা-মার আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে, বিড়াল এসে রাতে পাখিটিকে মেরে ফেলেছে। সেই থেকে যে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে।

৪. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i. পশুপাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক
ii.পশুপাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক
iii. ভালোবাসায় সিক্ত পশুপাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
ক) বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
খ) আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে
গ) অতএব আমার অতিথি করে উপবাস
ঘ) তা হোক, ওকে তোমরা খেতে দিও।
৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
ক) টুনটুনি
খ) দোয়েল
গ) শ্যামা
ঘ) বেনে-বৌ
৭. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক) গৃহের প্রতি উদাসীনতা
খ) অতিথির জন্য বিরহকাতরতা
গ) পরিবারের প্রতি অনীহা
ঘ) দেওঘরের প্রতি মমতা
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বড় দিদি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
অথবা ‘বড় দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) সবুজপত্র
খ) বিজলী
গ) ভারতী
ঘ) সওগাত
৯. ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন পাখির উল্লেখ নেই?
ক) ময়না
খ) দোয়েল
গ) শালিক
ঘ) বুলবুলি
১০. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক) যোগাযোগ
খ) শেষ প্রশ্ন
গ) আরণ্যক
ঘ) মাঝির ছেলে
১১. লেখকের সামনে কুকুরটি ভিজেভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক) প্রহার করায়
খ) খাবার না দেয়ায়
গ) গেট বন্ধ থাকায়
ঘ) অতিরিক্ত আদর পাওয়ায়
১২. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক) লেখক
খ) চাকর
গ) মালি
ঘ) মালি-বৌ
১৩. শরৎচন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত?
ক) ১৯০৩
খ) ১৯০৫
গ) ১৯০৭
ঘ) ১৯০৯
১৪. বাংলাসাহিত্যের কালজয়ী কথাশিল্পী জনপ্রিয় লেখক বলা হয়েছে কাকে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়কে
১৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?
ক) পথে হাঁটতে বের হওয়ার সময়
খ) পথের ধারে বসে থাকার সময়
গ) বাড়ির লোহার গেটের সামনে
ঘ) হাঁটার পর ঘরে ফেরার সময়
১৬. অতিথির উপবাসের মূল কারণ কী?
ক) বামুন ঠাকুরের নির্বিকারত্ব
খ) চাকরদের মালি-বৌ প্রীতি
গ) লেখকের তদারকির অভাব
ঘ) বাড়তি খাবার অপচয়ে আপত্তি
১৭. কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক) বেনে-বৌ পাখি
খ) অসুস্থ মেয়েটি
গ) কুকুর
ঘ) মালি-বৌ
১৮. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন?
ক) শীতকাল বলে
খ) অভিজাত বলে
গ) পা ফোলা ঢাকতে
ঘ) সৌন্দর্য বাড়াতে
১৯. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক) স্মৃতিকথা
খ) দেওঘরের স্মৃতি
গ) রেঙ্গুন-স্মৃতি
ঘ) কুকুর-স্মৃতি

অতিথির স্মৃতি গল্পের MCQ:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :

ভোরে ঘুম থেকে উঠেই কামাল দেখে তার পোষা ময়নাটি খাঁচায় মরে পড়ে আছে। ময়নাটির শোকে দু’তিনদিন কামাল নাওয়াখাওয়া ছেড়েই দিয়েছিল।

২০. উপরের অনুচ্ছেদ ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল সাদৃশ্য কোথায়?
ক) ইতর প্রাণীর প্রতি ভালোবাসায়
খ) তুচ্ছ জীব হারানোয়
গ) ইতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতায়
ঘ) মানবেতর জীবকে অবজ্ঞা করায়
২১.উক্ত ভাবটির সাথে সংগতিপূর্ণ বাক্য-
i. কি রে, যাবি আমার সঙ্গে?
ii. চাকরদেরও দরদ তার তরেই বেশি
iii. না খেয়ে যাসনে বুঝলি?
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২২-২৪নং প্রশ্নের উত্তর দাও: 

একবার শহর থেকে এক ভদ্রলোক বন্দুক নিয়ে গ্রামে এসেছিল পাখি শিকার করতে। শিমুল গাছে অসংখ্য পাখি দেখে ভদ্রলোকের আনন্দ আর ধরে না। গুলি ছোড়ার আগে রাফি ঢিল ছুড়ে সব পাখি উড়িয়ে দিয়েছিল।

২২. উদ্দীপকের রাফি ‘অতিথির স্মৃতি’ গল্পে কার প্রতিচ্ছবি?
ক) মালির
খ) লেখকের
গ) মালির বউর
ঘ) পা ফোলা রোগীর
২৩. রাফির ঢিল ছুড়ে সব পাখি উড়িয়ে দেয়ার মধ্য দিয়ে তার মধ্যে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের কোন বৈশিষ্ট্যটির পরিচয় পাওয়া যায়?
ক) মনুষ্যত্ববোধ
খ) কৌতুহলবোধ
গ) অসৌজন্যতা
ঘ) প্রাণীপ্রীতি

২৪. উদ্দীপকের ভদ্রলোকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পে কাকে মেলানো যায়?
ক) লেখককে
খ) ব্যাধকে
গ) মালি বউকে
ঘ) বেরিবেরি রোগীকে
২৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৭০
খ) ১৮৭২
গ) ১৮৭৬
ঘ) ১৮৭৮
২৬.শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছেন কোথায়?
ক) কলকাতায়
খ) দিলি­তে
গ) রেঙ্গুনে
ঘ) হুগলিতে
২৭.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) দেবানন্দপুর
খ) চুরুলিয়া
গ) মুরাতিপুর
ঘ) দুমকা
২৮.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন?
ক) দরিদ্রতার কারণে
খ) পারিবারিক বাধার কারণে
গ) সামাজিক বাধার কারণে
ঘ) অসুস্থতার কারণে
২৯.শরৎচন্দ্র রেঙ্গুন যান কেন?
ক) চিকিৎসার জন্য
খ) জীবিকার সন্ধানে 
গ) পড়াশোনার উদ্দেশ্যে
ঘ) বসবাসের উদ্দেশ্যে
৩০.সাধারণ বাঙালি পাঠকের কোন বিষয়টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন?
ক) আবেগ
খ) রাজনৈতিক ভাবনা
গ) সাহিত্যচিন্তা
ঘ) প্রতিশোধপ্রবণতা
৩১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে?
ক) ১৯৩০
খ) ১৯৩৫
গ) ১৯৩৮
ঘ) ১৯৪০
৩২.শরৎচন্দ্র কোথায় মৃত্যুবরণ করেন?
ক) ঢাকায়
খ) কলকাতায়
গ) দিল্লিতে
ঘ) করাচিতে
৩৩. বেনে-বৌ পাখি জোড়া কী রঙের ছিল?
ক) কালো
খ) সাদা
গ) হলদে
ঘ) লাল
৩৪. ‘অতিথির স্মৃতি’ গল্পে কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
ক) রাত দুইটা
খ) রাত তিনটা
গ) রাত চারটা
ঘ) ভোর পাঁচটা
৩৫.‘অতিথির স্মৃতি’ গল্পপাঠ আমাদেরকে কোন বোধে উদ্বুদ্ধ করবে?
ক) মানবিকতাবোধে
খ) স্বার্থপরতাবোধে
গ) অন্ধ দেশাত্মবোধে
ঘ) প্রাণী হত্যা নীতিতে
৩৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষবারের মতো অতিথিকে কোথায় দেখলেন?
ক) স্টেশনের ফটকের বাইরে
খ) স্টেশনের ফটকের ভিতরে
গ) বাড়ির লোহার গেটের বাইরে
ঘ) স্টেশনের ভিতরে
৩৭.প্রাচীরের ধারে কোন গাছটি ছিল?
ক) হিজল
খ) জারুল
গ) ইউক্যালিপটাস
ঘ) পাইন
৩৮. শরীর খারাপ করায় লেখক কতদিন পর্যন্ত নিচে নামতে পারেননি?  
ক) দুই দিন
খ) তিন দিন
গ) চার দিন
ঘ) পাঁচ দিন
৩৯.বাড়তি খাবারের প্রবল অংশীদার কে ছিল?
ক) চাকর
খ) মালি
গ) অতিথি
ঘ) মালিনী
৪০.‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে?
ক) শালিক
খ) দোয়েল
গ) শ্যামা
ঘ) বুলবুলি

অতিথির স্মৃতি গল্পের MCQ:

৪১.বেনে-বৌ পাখি দুটি কয়দিন পর ফিরে এসেছিল?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৪২.লেখকের পিছু নিয়েছিল কে?
ক) একটি পাখি
খ) একটি মানুষ
গ) একটি বিড়াল
ঘ) একটি কুকুর
৪৩.লেখক প্রথমবার অতিথিকে ভেতরে ডাকলেও সে কোথায় দাঁড়িয়েছিল?
ক) রাস্তার শেষপ্রান্তে
খ) ঘরের মধ্যে
গ) গেটের বাইরে
ঘ) গেটের ভেতরে
৪৪.স্টেশনে বকশিশ থেকে বঞ্চিত হয়েছিল কে?
ক) অতিথি
খ) মালি
গ) মালিনী
ঘ) চাকর
৪৫.অতিথি কোথায় জায়গা করে নিয়েছিল?
ক) উঠোনের ধুলোয়
খ) পরিত্যক্ত জায়গায়
গ) বাড়ির ছাদে
ঘ) ঘরের মাঝে
৪৬.‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি ইউক্যালিপটাস গাছে এসে বসে?
ক) শালিক
খ) বেনে-বৌ
গ) বুলবুলি
ঘ) টুনটুনি
৪৭.মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মাঝে কাদের সংখ্যা বেশি ছিল?
ক) পুরুষদের
খ) যুবকদের
গ) বৃদ্ধদের
ঘ) মেয়েদের
৪৮. লেখক কখন পথের ধারে গিয়ে বসেন?  
ক) সকালে
খ) বিকেলে
গ) সন্ধ্যায়
ঘ) রাতে
৪৯.‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটি পথের ধারে ছিল?
ক) অশ্বত্থ
খ) ইউক্যালিপটাস
গ) জারুল
ঘ) আমগাছ
৫০.দরিদ্র ঘরের মেয়েটির চোখের চাহনি কেমন ছিল?
ক) শান্ত
খ) কৌতুহলী
গ) ক্লান্ত
ঘ) রাগান্বিত

নিচের দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে অতিথির স্মৃতি গল্পের বাকি MCQ প্রশ্নগুলোর PDF Download করো ।

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings

Class 8 English Unit 11 Women’s Role in Uprisings: 1. How did women contribute to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *