চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়: পদার্থ

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর: আমাদের চারপাশের সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যেমন- ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ওজন আছে। যেমন- ইট, কাঠ, লোহা ইত্যাদি কঠিন পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট ওজন ও আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। যেমন- দুধ, তেল, পানি ইত্যাদি তরল পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যেমন- বায়ু, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। কঠিন, তরল বা বায়বীয় যে অবস্থায়ই থাকুক সব পদার্থের ওজন আছে এবং সব পদার্থ জায়গা দখল করে।

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর:

১. শূন্যস্থান পূরণ কর।
১) পদার্থ যে জায়গা দখল করে তাকে ঐ পদার্থের ___ বলে।
২) কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো___।
৩) বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে___ ।
উত্তর: ১) আয়তন ২) বস্তুর ওজন। ৩) গ্রাম বা কিলোগ্রাম।

২. সঠিক উত্তরে টিক চিহ্ন (✔) দাও।
১) পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক. রং
খ. গন্ধ
গ. আয়তন
ঘ. গঠন

২) বস্তর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. দাঁড়িপাল্লা
খ. বুলার
গ. থার্মোমিটার
ঘ. পরিমাপক পাত্র

৩) রান্নার তেল পরিমাপের একক কোনটি?
ক. বর্গ সেন্টিমিটার
খ. লিটার
গ. ঘন সেন্টিমিটার
ঘ. মিটার

৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন ১। বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো-
১. বায়ু জায়গা দখল করে।
২. বায়ুর ওজন আছে।
৩. বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে।

প্রশ্ন ২। বস্তুর ওজন বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। এটি বস্তুর একটি সাধারণ বৈশিষ্ট্য।

প্রশ্ন ৩। বস্তুর আয়তন বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। প্রত্যেক বস্তুর ‘নিজস্ব আয়তন আছে।

৪. বর্ণনামূলক প্রশ্ন:

প্রশ্ন ১। পদার্থ কী তা ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে। যেমন-বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড় ইত্যাদি। এ সকল বস্তুই পদার্থ। কারণ এ বস্তুগুলোর নির্দিষ্ট ওজন আছে, এরা জায়গা দখল করে, এদের নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে। সুতরাং আমরা বলতে পারি ওজন, আয়তন, আকার, আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন বস্তুই পদার্থ।

প্রশ্ন ২। পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ?
উত্তর: বায়ু একটি পদার্থ। কারণ বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে ওজন আছে, তা নিচে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো-
উপকরণ: কাঠি, সুতা, বেলুন ২টি ও আলপিন।
পরীক্ষার ধাপ: i) কাঠির মাঝখানে একটি সুতা বেঁধে সেটিকে দোলনার মতো ঝুলিয়ে রাখো। ii) এখন দুটি বেলুন সমানভাবে ফোলাও এবং কাঠির দুই প্রান্তে বেঁধে দাও, যাতে কাঠি ভারসাম্যপূর্ণ থাকে। iii) এরপর একটি বেলুন আলপিন দিয়ে ফুটিয়ে দাও। iv) লক্ষ্য করো, যে বেলুনটি ফেটেছে, সেই দিকের কাঠি উপরের দিকে উঠে যাবে এবং অন্যদিক নিচে নেমে যাবে।
ফলাফল: ফুটো হয়ে যাওয়া বেলুন হালকা হয়ে যায়, অর্থাৎ বেলুনের ভেতরের বাতাসের ওজন ছিল। এটি প্রমাণ করে যে বায়ুর ওজন আছে, তাই বায়ু একটি পদার্থ।

৫. একটি গ্লাসে কিছু টিস্যু রাখি। এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি।

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১. টিস্যুসহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে?
উত্তর: টিস্যুসহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো ভিজবে না। কারণ গ্লাসের ভিতরে বায়ুপূর্ণ থাকায় পানি গ্লাসের ভিতরে প্রবেশ করার সময় বায়ুর বাধার সম্মুখীন হবে।

২. এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?
উত্তর: এ পরীক্ষা থেকে প্রকাশ পায় যে, বায়ু জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:

১. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। পদার্থের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: পদার্থের দুইটি বৈশিষ্ট্য হলো- ১. পদার্থের ওজন আছে। ২. পদার্থ জায়গা দখল করে।

প্রশ্ন ২। পড়ার ঘরে রয়েছে এমন দুইটি পদার্থের নাম লিখ।
উত্তর: পড়ার ঘরে রয়েছে এমন দুইটি পদার্থের নাম হলো-চেয়ার ও টেবিল।

প্রশ্ন ৩। বস্তু কী?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তাই-ই বস্তু।

প্রশ্ন ৪। পদার্থের আয়তন কী?
উত্তর: কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাই সেই পদার্থের আয়তন।

প্রশ্ন ৫। কঠিন পদার্থের দুইটি উদাহরণ দাও।
উত্তর: কঠিন পদার্থের দুইটি উদাহরণ হলো- ১. ইট ও ২. লোহা।

প্রশ্ন ৬। বস্তুর ওজন পরিমাপক দুইটি যন্ত্রের নাম লিখ।
উত্তর: বস্তুর ওজন পরিমাপক দুইটি যন্ত্রের নাম হলো- ১. নিক্তি ও ২. দাঁড়িপাল্লা।

প্রশ্ন ৭। কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক কী?
উত্তর: কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার বা মিটার।

প্রশ্ন ৮। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কী?
উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার।

প্রশ্ন ৯। তরল পদার্থের ওজন কীভাবে মাপা যায়?
উত্তর: পাত্রে রেখে নিক্তির সাহায্যে তরল পদার্থের ওজন মাপা যায়।

প্রশ্ন ১০। বস্তুর ওজন আছে কীভাবে প্রমাণ করতে পারবে?
উত্তর : আমরা যখন দাঁড়িপাল্লার একপ্রান্তে বস্তু রাখি, তখন বস্তুটি যত ছোট হোক না কেন দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। এ থেকে প্রমাণ হয় বস্তুর ওজন আছে।

প্রশ্ন ১১। আমরা কখন বস্তুর ওজন অনুভব করতে পারি?
উত্তর: আমরা যখন কোনো বস্তু যেমন- বই বা কলম হাত দিয়ে উপরে তুলি তখন এর ওজন অনুভব করতে পারি।

প্রশ্ন ১২। পদার্থের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর: পদার্থের বৈশিষ্ট্যগুলো হলো- ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি।

প্রশ্ন ১৩। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি নিচে পড়ে কেন?
উত্তর: পৃথিবী পদার্থকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি নিচে পড়ে।

প্রশ্ন ১৪। বস্তুর ওজন পরিমাপের একক কী?
উত্তর: বস্তুর ওজন পরিমাপের একক গ্রাম বা কিলোগ্রাম।

প্রশ্ন ১৫। বায়ুকে পদার্থ বলা হয় কেন?
উত্তর: বায়ুর ওজন আছে, জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এ সকল বৈশিষ্ট্যের কারণে বায়ুকে পদার্থ বলা হয়।

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর:

২. শূন্যস্থান পূরণ কর ।

১। বায়ু একটি___।
২। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো___।
৩। একটি বই টেবিলের উপর রাখলে___ দখল করে।
৪। আমরা নিক্তি ব্যবহার করে বস্তুর ___পরিমাপ করতে পারি।
৫। পদার্থ যত ক্ষুদ্রই হোক না কেন তার ___আছে।
৬। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরের বায়ু বলটিকে বাধা দেয়___ যেতে
৭। লিটার হলো___ পদার্থের আয়তন পরিমাপের একক।
৮। পৃথিবী পদার্থকে ___দিকে টানে।
৯। বায়ু আমরা দেখতে পাই না কিন্তু ___ করি।
১০। বস্তুর ওজন পরিমাপে ___ব্যবহার করা হয়।
১১। কঠিন পদার্থের ___ পরিমাপ করা হয় ঘনসেন্টিমিটার বা মিটার এককে।
১২। সকল বস্তুই___ দিয়ে তৈরি।

উত্তরমালা: ১। পদার্থ; ২। মিলিলিটার; ৩। জায়গা; ৪। ওজন; ৫। ওজন;
৬। চুপসে; ৭। তরল; ৮। কেন্দ্রের; ৯। অনুভব; ১০। নিক্তি; ১১। আয়তন; ১২। পদার্থ;

৩. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর।

প্রশ্ন ১। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ
মিল কর:

বাম পাশ ডান পাশ
ক. কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক ১. পদার্থ
খ. জায়গা দখল করে ২. নিত্তি
গ. বস্তুর ওজন পরিমাপে ব্যবহৃত হয় ৩. মিটার
ঘ. দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ৪. লিটার
৫. বাতাস

উত্তরমালা:
ক. কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক মিটার।
খ. জায়গা দখল করে পদার্থ।
গ. বস্তুর ওজন পরিমাপে ব্যবহৃত হয় নিক্তি।
ঘ. দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বায়ু।

প্রশ্ন ২। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ
মিল কর:

বাম পাশ ডান পাশ
ক. আমাদের চারপাশে ১. বৈশিষ্ট্য রয়েছে
খ. পদার্থের বিভিন্ন ধরন ২. পদার্থের বৈশিষ্ট্য
গ. ওজন, আয়তন, আকার হলে ৩. নানা বস্তু রয়েছে
ঘ. টেবিল, চেয়ারের ইত্যাদি ৪. আয়তন আছে
ঙ. তরল পদার্থের ৫. জায়গা দখল করে
৬. নির্দিষ্ট পরিমাণ
৭. একটি বৈশিষ্ট্য

উত্তরমালা:
ক. আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে।
খ. পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে।
গ. ওজন, আয়তন, আকার হলো পদার্থের বৈশিষ্ট্য।
ঘ. টেবিল, চেয়ার ইত্যাদি জায়গা দখল করে।
ঙ. তরল পদার্থের আয়তন আছে।

৪. কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। পদার্থ কী? পানিপূর্ণ বালতিতে হাত ঢুকিয়ে দিলে কিছু পানি বাইরে পড়ে যাওয়ার কারণ দুইটি বাক্যে লেখ। বায়ুকে কেন আমরা পদার্থ বলব।
উত্তর: যার ওজন আছে এবং যা স্থান দখল করে তাই পদার্থ। পানিপূর্ণ বালতিতে হাত ঢুকিয়ে দিলে বালতির ভিতরে হাতের আয়তনের সমান জায়গার প্রয়োজন হয়। এ কারণে হাতের আয়তনের সমপরিমাণ পানি বালতির বাইরে পড়ে যায়। বায়ুকে আমরা পদার্থ বলব কারণ বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বায়ু বল প্রয়োগে বাধা দেয়।

প্রশ্ন ২। আয়তন কী? একটি কলম ও একটি বই একই সাথে একই জায়গা দখল করতে পারে না কেন? এ সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর: কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাই ঐ পদার্থের আয়তন।
আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। একটি কলম তার আয়তনের সমান জায়গা দখল করে বলে ঐ জায়গা আর খালি থাকে না। ফলে একটি’ বই তার আয়তনের সমান জায়গা দখল করলেও কলমটি যে জায়গা দখল করে বই সেই জায়গা দখল করতে পারে না। এজন্যই একটি কলম ও একটি বই একই সাথে একই জায়গা দখল করতে পারে না।

প্রশ্ন ৩। পৃথিবী পদার্থকে কোন দিকে টানছে? কিভাবে প্রমাণ করবে যে বস্তুর ওজন আছে?
উত্তর: পৃথিবী পদার্থকে তার কেন্দ্রের দিকে টানছে। আমরা যখন দাঁড়িপাল্লার একপ্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যত ছোটই হোক না কেন দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে।
এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে।

প্রশ্ন ৪। বায়ু কী? বায়ুর ওজন আছে তার পরীক্ষা কীভাবে করবে পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: বায়ু একটি পদার্থ। দাঁড়িপাল্লার দুই প্রান্তে দুটি বায়ুপূর্ণ বেলুন ঝুলাই। এবার একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই। তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে প্রমাণ হয় যে বায়ুর ওজন আছে।

প্রশ্ন ৫। দুইটি পদার্থের নাম লিখ। আমাদের চারপাশে বায়ু আছে, তা আমরা কীভাবে বুঝতে পারি- দুইটি বাক্যে লিখ।
উত্তর: দুইটি পদার্থের নাম হলো- ১. চেয়ার ও ২. টেবিল। আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা যেভাবে বুঝতে পারি তা নিচে দুইটি বাক্যে উল্লেখ করা হলো-
১. বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি।
২. গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি।

প্রশ্ন ৬। ওজন কী? বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুইটি উদাহরণ দাও।
উত্তর: কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন।
বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুইটি উদাহরণ হলো-
১. বায়ুপূর্ণ বলকে আমরা যখন আঘাত করি বা চাপ দেই। তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি।
২. বায়ুপূর্ণ বলকে যখন মেঝেতে ছুড়ে মারি তখন বলটি লাফিয়ে উঠে আসে।

প্রশ্ন ৭। আমরা কী দ্বারা বস্তুর ওজন পরিমাপ করতে পারি? কোনো একটি বস্তুকে উপরের দিকে ঢিল মারলে তা আবার মাটিতে ফিরে আসে কেন চারটি বাক্যে লেখ।
উত্তর: আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। কোনো বস্তু তা যত ছোটই হোকনা কেন তার ওজন আছে। পৃথিবীর ওজন উপরের দিকে ঢিল মারা বস্তুর ওজনের তুলনায় বেশি। যার ফলে পৃথিবী প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে। এ কারণে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল মারলে তা আবার মাটিতে ফিরে আসে।

আরও পড়ুন: ৪র্থ শ্রেণি বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর

আরও পড়ুন: ৪র্থ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় আমাদের সংস্কৃতি প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় আমাদের সংস্কৃতি প্রশ্ন উত্তর: সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *