চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় আমাদের সংস্কৃতি প্রশ্ন উত্তর: সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন। এর মধ্যে রয়েছে আমাদের ভাষা, পোশাক, খাদ্য, আচার-অনুষ্ঠান, গানবাজনাসহ আরও অনেক কিছু। আমাদের দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। এগুলো সব মিলিয়েই বাংলাদেশের সংস্কৃতি।
ভাষা
ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। বাংলাদেশের বেশির ভাগ নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। তবে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান, সবাই বাংলা ভাষার মাধ্যমে একসূত্রে গাঁথা।
মেয়েদের পোশাক
শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে অনেকেই বিশেষ করে কম বয়সী মেয়েরা সালোয়ার-কামিজ পরতে পছন্দ করে। অনেকেই বোরকা ও হিজাব পরেন। ছোট মেয়েদের অনেকেই ফ্রক এবং স্কার্ট পরে। তবে বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ মেয়েই শাড়ি পরেন এবং নানারকম গয়না, টিপ, ফুল পরে থাকেন।
ছেলেদের পোশাক
এদেশের পুরুষেরা গ্রামাঞ্চলে এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন। অফিসের কাজে তারা শার্ট-প্যান্ট পরেন। অনেকে বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি-পায়জামা পরেন। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পরতেন। পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা-পাঞ্জাবি ও টুপি পরেন।
চতুর্থ শ্রেণীর বিশ্বপরিচয় আমাদের সংস্কৃতি প্রশ্ন উত্তর:
অল্প কথায় উত্তর:
প্রশ্ন-১। বাঙালি সংস্কৃতির দুইটি উপাদানের নাম লেখ।
উত্তর: বাঙালি সংস্কৃতির দুইটি উপাদানের নাম হলো:
(১) খাদ্য ও (২) আচার-অনুষ্ঠান।
প্রশ্ন-২। উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই?
উত্তর: উৎসবে আমরা রসগোল্লা, চমচম, নাড়ু ইত্যাদি মিষ্টি খাই।
প্রশ্ন-৩। লোকসংগীতের দুইটি ধারার নাম লেখ।
উত্তর: লোকসংগীতের দুইটি ধারা হলো:
(১) বাউল গান ও (২) মুর্শিদি গান।
প্রশ্ন-৪। আমাদের সংস্কৃতির জন্য কী কী হুমকি আছে?
উত্তর: আমাদের সংস্কৃতির জন্য হুমকি হলো:
(১) বিদেশি সংস্কৃতি ও (২) বিদেশি টিভি চ্যানেলগুলোর প্রভাব।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন-১। বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের? কেন?
উত্তর: ভাষা, পোশাক, খাদ্য, আচার-অনুষ্ঠান, গান বাজনা এসব নিয়েই বাঙালির সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির খাবারের ঐতিহ্য আমার সবচেয়ে পছন্দের। আর যে কারণে পছন্দের তাহলো ভাত ও মাছ আমাদের প্রধান খাদ্য। বিশেষ অনুষ্ঠানে আমরা মাংস-পোলাও, বিরিয়ানি এবং খিচুরি খাই। আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি।
প্রশ্ন-২। তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী?
উত্তর: আমার মতে আমাদের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
১. বাংলা আমাদের মাতৃভাষা।
২. পোশাক আমাদের সংস্কৃতির কথা বলে। এখানে ছেলেরা লুঙ্গি, শার্ট-প্যান্ট, পায়জামা-পাঞ্জাবি, ধুতি আর মেয়েরা শাড়ি, সালোয়ার-কামিজ, আধুনিক ডিজাইনের পোশাক পরে।
৩. ভাত ও মাছ আমাদের প্রধান খাদ্য।
৪. সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দের সম্পর্ক বজায় রেখে এখানে অবস্থান করছে।
৫. আমাদের সংস্কৃতিকে আরো ঐশ্বর্যমন্ডিত করেছে বাউল গান, মুর্শিদি গান, কীর্তন, পালাগান ইত্যাদি সংগীত।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
১. আমরা কীভাবে মনের ভাব প্রকাশ করি?
ক. ইশারা
খ. ইঙ্গিত
গ. ভাষা √
ঘ. ভঙ্গি
২. রহিম তার বন্ধুর এক ধর্মীয় অনুষ্ঠানে যাবে। রহিম কোন পোশাকটি পরবে বলে তুমি মনে কর?
ক. ধুতি
খ. লুঙ্গি-পঞ্জাবি
গ. শার্ট-প্যান্ট
ঘ. পায়জামা-পাঞ্জাবি √
৩. মিতু বাঙালি। মিতুর প্রধান পোশাক কোনটি?
ক. স্কার্ট
খ. ফ্রক
গ. শাড়ি √
ঘ. সালোয়ার
৪. গ্রামাঞ্চলে পুরুষেরা বাড়িতে কী পরেন?
ক. শার্ট-প্যান্ট
খ. পাঞ্জাবি-পায়জামা
গ. লুঙ্গি √
ঘ. ধুতি
৫. কৃষক পরিবারে গরমের দিনে কোন খাবারটি খাওয়া হয় বলে তুমি মনে কর?
ক. পায়েস
খ. খিচুরি
গ. পিঠা
ঘ. পান্তা ভাত √
শূন্যস্থান পূরণ:
প্রশ্ন-১। — হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন।
উত্তর: সংস্কৃতি।
প্রশ্ন-২। আমরা মনের ভাব প্রকাশ করি — মাধ্যমে।
উত্তর: ভাষার।
প্রশ্ন-৩। আমাদের — বাংলা।
উত্তর: রাষ্ট্রভাষা।
প্রশ্ন-৪। — বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক।
উত্তর: শাড়ি।
প্রশ্ন-৫। বাংলাদেশের ছেলেরা বিশেষ অনুষ্ঠানে — পরে।
উত্তর: পাঞ্জাবি-পায়জামা।
প্রশ্ন-৬। একসময় বয়স্ক হিন্দু পুরুষেরা — পরতেন।
উত্তর: ধুতি।
প্রশ্ন-৭। বৃষ্টির দিনে — খাওয়া বাঙালির সংস্কৃতি।
উত্তর: খিচুরি।
প্রশ্ন-৮। — উপলক্ষ্যে খ্রিষ্টানরা নানা ধরনের পিঠা তৈরি করেন।
উত্তর: বড়দিন।
প্রশ্ন-৯। লোকসংগীত — প্রাণ হিসাবে বিবেচিত।
উত্তর: বাংলাদেশের।
প্রশ্ন-১০। আমাদের সংস্কৃতিকে — করা উচিত।
উত্তর: রক্ষা।
শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় :
১. আমাদের রাষ্ট্রভাষা বাংলা।
২. সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন।
৩. ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি।
৪. শাড়ী বাংলাদেশী মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক নয়।
৫. মাছ ও ভাত আমাদের প্রধান খাবার।
৬. পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পাঞ্জাবী, পায়জামা ও টুপি পরেন।
৭. রবীন্দ্রসংগীত বাংলাদেশের প্রাণ।
৮. ঈদের দিনে সেমাই এবং শবেবরাতে হালুয়া তৈরি হয়।
৯. বয়স্ক হিন্দু পুরুষেরা আগে লুঙ্গি পরতেন।
১০. আমরা সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব।
উত্তর: ১. শুদ্ধ; ২. শুদ্ধ; ৩. শুদ্ধ; ৪. অশুদ্ধ; ৫. শুদ্ধ; ৬. শুদ্ধ; ৭. অশুদ্ধ; ৮. শুদ্ধ; ৯. অশুদ্ধ; ১০. শুদ্ধ।
৪. মিলকরণ: ⮯
গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১। বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি?
উত্তর: বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি।
প্রশ্ন-২। বয়স্ক হিন্দু পুরুষেরা আগে কী পড়তেন বলে তুমি মনে কর?
উত্তর: বয়স্ক হিন্দু পুরুষেরা আগে ধুতি পড়তেন।
প্রশ্ন-৩। আমাদের সংস্কৃতি আজ বিপন্ন হয়ে যাচ্ছে কেন?
উত্তর: সংরক্ষণের ও চর্চার অভাবে এবং বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি আজ বিপন্ন হয়ে যাচ্ছে।
প্রশ্ন-৪। বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত কী কী খাই?
উত্তর: বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত মাংস-পোলাও, বিরিয়ানি এবং খিচুরি খাই।
প্রশ্ন-৫। গরমের দিনে কৃষক পরিবারে কোনটি খাওয়ার প্রচলন রয়েছে?
উত্তর: গরমের দিনে কৃষক পরিবারে ভর্তা, ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে।
প্রশ্ন-৬। বিশেষ অনুষ্ঠানে মেয়েরা শাড়ির সাথে কী পরে থাকেন বলে তুমি জান?
উত্তর: বিশেষ অনুষ্ঠানে মেয়েরা শাড়ির সাথে নানারকম গয়না, টিপ ও ফুল পরে থাকেন।
প্রশ্ন-৭। এদেশের পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে কী পরে থাকেন বলে তুমি জান?
উত্তর: এদেশের পুরুষ মুসলমানগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা-পাঞ্জাবি ও টুপি পরে থাকেন।
প্রশ্ন-৮। কীসের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে বলে তুমি মনে কর?
উত্তর: সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।
প্রশ্ন-৯। আমরা মাছ ও ভাতের সাথে আর কী কী খাবার খাই?
উত্তর: আমরা মাছ ও ভাতের সাথে ডাল, মাংস ও নানারকম শাকসবজি খাই।
প্রশ্ন-১০। গ্রামের মেলা ও অনুষ্ঠানগুলোতে কোন কোন গানের আসর বসে বলে তুমি মনে কর?
উত্তর: গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালাগান আর মুর্শিদি গানের আসর বসে।
প্রশ্ন-১১। তোমার মতে কোনটির প্রভাবে আমাদের সংস্কৃতি আজ বিপন্ন?
উত্তর: বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি আজ বিপন্ন।
প্রশ্ন-১২। আমাদের প্রধান লোকসংগীত কী কী?
উত্তর: আমাদের প্রধান লোকসংগীত হলো জারি, সারি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি।
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১। বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক কী? এ পোশাক সাধারণত কারা পরে? আমাদের দেশের মেয়েরা কেমন পোশাক পরে? চারটি বাক্যে লেখ।
উত্তর: বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি।
এ পোশাক সাধারণত বয়স্করা পড়ে।
আমাদের দেশের মেয়েদের প্রধান পোশাক শাড়ি। তবে সময়ের সাথে সাথে সালোয়ার-কামিজও মেয়েদের দৈনন্দিন পোশাকে পরিণত হয়েছে। ছোট মেয়েরা এখনো বরাবরের মতো ফ্রক, স্কার্ট ইত্যাদি পরে থাকে। বড় মেয়েদের পশ্চিমা পোশাক পরতেও দেখা যায়।
প্রশ্ন-২। এ দেশের ছেলেরা কেমন পোশাক পরে? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর: এদেশের ছেলেরা নানা ধরনের পোশাক পরে থাকে।
গ্রামে ও ঘরে এদেশের ছেলেরা প্রধানত লুঙ্গি পরে থাকে। বাইরে আনুষ্ঠানিক কাজে, অফিসে, স্কুল-কলেজে যাওয়ার সময় ছেলেরা প্যান্ট-শার্ট পরে। তবে বিশেষ উৎসব অনুষ্ঠানে ছেলেরা পায়জামা-পাঞ্জাবি পরে থাকে। এক সময় বয়স্ক হিন্দু পুরুষরা ধুতি পরত। মুসলমান ছেলেরা ধর্মীয় অনুষ্ঠানে টুপি পরে থাকে।
প্রশ্ন-৩। আমরা প্রধানত কী কী খাই? ছয়টি বাক্যে লেখ।
উত্তর: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ও ভাত আমাদের প্রধান খাদ্য। ভাতের বিকল্প হিসাবে আমরা অনেক সময় রুটি খাই। এছাড়া আমরা ডাল, মাংস ও নানারকম শাক সবজিও খেয়ে থাকি। এছাড়া বিশেষ বিশেষ অনুষ্ঠান ও উৎসবে আমরা পোলাও-মাংস, বিরিয়ানি বা খিচুড়ি খেয়ে থাকি। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে।
প্রশ্ন-৪। গম্ভীরা কোন ধরনের গান? এদেশের প্রধান পাঁচটি লোক সংগীতের নাম লেখ।
উত্তর: গম্ভীরা এক ধরনের লোকগান।
এদেশের প্রধান পাঁচটি লোকসংগীতের নাম হলো:
১. যাত্রাগান; ২. পালাগান; ৩. কবিগান; ৪. মুর্শিদিগান ও ৫. ভাওয়াইয়া গান।
প্রশ্ন-৫। বাংলাদেশের একটি লোকসংগীতের নাম লেখ। লোকসংগীতকে বাংলাদেশের প্রাণ বলা হয় কেন? বাংলাদেশের লোকসংগীত সম্পর্কে তুমি কী জান? তিনটি বাক্যে লেখ।
উত্তর: বাংলাদেশের একটি লোকসংগীত হলো ভাটিয়ালি।
বাংলাদেশের মানুষ লোকসংগীতকে মনে প্রাণে ভালোবাসে। তাই লোকসংগীতকে বাংলাদেশের প্রাণ বলা হয়।
বাংলাদেশের মাঠে-ঘাটে, হাটে-বাজারে, মানুষের মুখে মুখে যেসব গান প্রচলিত সেগুলো হচ্ছে বাংলাদেশের লোকসংগীত। এটি আমাদের আবহমান কালের ঐতিহ্যের অংশ। আমাদের দেশের /উল্লেখযোগ্য লোকসংগীতগুলো হচ্ছে- জারি, সারি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি।
প্রশ্ন-৬। মিষ্টি প্রধানত কীসের তৈরি? আমাদের দেশের তৈরি পাঁচটি মিষ্টির নাম লেখ।
উত্তর: মিষ্টি প্রধানত দুধের তৈরি।
আমাদের দেশের তৈরি পাঁচটি মিষ্টির নাম হলো:
১. কালো জাম; ২. রসগোল্লা; ৩. চমচম; ৪. ছানার মিষ্টি ও ৫. দানাদার।