তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

৩য় শ্রেণির বিশ্বপরিচয় ৮ম অধ্যায় সমাধান

৩য় শ্রেণির বিশ্বপরিচয় ৮ম অধ্যায় সমাধান: সোহরাব হোসেন ও সুবর্ণা আক্তারের এক ছেলে ও এক মেয়ে। তাঁরা জন্মের পরে ছেলের নাম ইহান ও মেয়ের নাম নুসাফা রাখেন। মা-বাবা ইহান ও নুসাফাকে শিশুকালে বাড়ির পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে টিকা দেন। পাঁচ বছর বয়সে ইহান ও নুসাফাকে বাবা-মা ভর্তির জন্য স্কুলে নিয়ে যান। স্কুলের শিক্ষক তাদেরকে ভর্তি করান। স্কুলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে।

বাবা-মা দুজনকে খুব আদর করেন। বাড়িতে তারা পড়ার সময় পড়ে, খেলার সময় খেলে ও ঘুমানোর সময় ঘুমায়। বাবা-মা তাদের পুষ্টিকর খাবার দেন। একদিন ইহান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে তাকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। সে সুস্থ হয়। একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপরিচিত এক লোক তাদেরকে চকলেট দিতে চায়। তারা নিতে চায় না। কিন্তু লোকটি আরও লোভ দেখায়। একটু দূরে থাকা একজন পুলিশ সদস্য বিষয়টি খেয়াল করেন। তিনি দ্রুত সেখানে আসেন। অপরিচিত লোকটি দৌড়ে পালিয়ে যায়।

৩য় শ্রেণির বিশ্বপরিচয় ৮ম অধ্যায় সমাধান:


অধ্যায় ৮ : শিশু অধিকার ও নিরাপত্তা


ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. রাস্তায় জেব্রা-ক্রসিং কেন দেওয়া হয়?
ক. পথচারী পারাপারের জন্য√
খ. সৌন্দর্য বৃদ্ধির জন্য
গ. গাড়ি থামানোর জন্য
ঘ. গাড়ি ধীরে চলার জন্য

২. শিশুর পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব?
ক. ডাক্তারের
খ. শিক্ষকের
গ. অভিভাবকের√
ঘ. প্রতিবেশীর

৩. কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কী করবো?
ক. নেবো না√
খ. নিয়ে নেবো
গ. পরে দিতে বলবো
ঘ. লুকিয়ে নেবো


খ. বাম পাশের সাথে ডান পাশের মিল করি।

 

বাম পাশ ডান পাশ
অভিভাবক চিকিৎসার অধিকার
শিক্ষাপ্রতিষ্ঠান নাম পাওয়ার অধিকার
হাসপাতাল নিরাপত্তা লাভের অধিকার
পুলিশ বাহিনী শিক্ষার অধিকার

 

উত্তর:

ক. অভিভাবক নাম পাওয়ার অধিকার।
খ. শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার অধিকার।
গ. হাসপাতাল চিকিৎসার অধিকার।
ঘ. পুলিশ বাহিনী নিরাপত্তা লাভের অধিকার।


গ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুইটি প্রতিষ্ঠানের নাম লিখি।
উত্তর : শিশু অধিকার অর্জনে কাজ করে এমন দুইটি প্রতিষ্ঠান হলো- বিদ্যালয় ও পরিবার।

২. বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকারের নাম লিখি।
উত্তর: বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার হলো- শিক্ষা ও খেলাধুলা।

৩. বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তর: বিশ্ব শিশু দিবস ২০শে নভেম্বর পালন করা হয়।

৪. রাস্তায় জেব্রা-ক্রসিং ও ফুট-ওভারব্রিজ না থাকলে কীভাবে রাস্তা পার হব?
উত্তর : রাস্তায় জেব্রা-ক্রসিং ও ফুট-ওভারব্রিজ না থাকলে ডানে বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হবো।

৫. সড়ক দুর্ঘটনার দুইটি কারণ লিখি।
উত্তর: সড়ক দুর্ঘটনার দুইটি কারণ হলো-
১. জেব্রা-ক্রসিং বা ফুট-ওভারব্রিজ ব্যবহার না করা।
২. গাড়ি চালকের অসচেতনতা।


গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

ঘ. বর্ণনামূলক প্রশ্ন

১. মৌলিক অধিকার কী? শিশুর পাঁচটি মৌলিক অধিকারের নাম লেখো।

উত্তর : জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যেসব সুযোগ-সুবিধা পাওয়া দরকার, তাকে মৌলিক অধিকার বলে।
শিশুর পাঁচটি মৌলিক অধিকার হলো-
১) খাদ্য,
২) বস্ত্র,
৩) চিকিৎসা,
৪) বাসস্থান ও
৫) শিক্ষা।

২. শিশুর বিশেষ অধিকার প্রয়োজন কেন? শিশুর পাঁচটি বিশেষ অধিকারের নাম লেখ।

উত্তর : সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য শিশুর বিশেষ অধিকার প্রয়োজন।
শিশুর পাঁচটি বিশেষ অধিকারের নাম হলো-
১. জন্ম নিবন্ধনের অধিকার।
২. একটি নাম পাওয়ার অধিকার।
৩. স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার।
৪. ছেলে-মেয়ে সমান সুযোগ পাওয়ার অধিকার।
৫. শিক্ষা লাভ করার অধিকার।

৩. শিশুদের অধিকারগুলো পূরণ করার দায়িত্ব কাদের? আমরা কীভাবে আমাদের অধিকারগুলো ভোগ করতে পারি? ব্যাখ্যা কর।

উত্তর : শিশুদের অধিকারগুলো পূরণ করার দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের। আমাদের যেমন অধিকার আছে, তেমনি কিছু দায়িত্বও আছে। যেমন- পরিবারের নিয়ম-কানুন মেনে চলা, মা-বাবা এবং বড়োদের শ্রদ্ধা করা, পরিবারে কারো অসুখ হলে সেবা-যত্ন করা ইত্যাদি। এই দায়িত্বগুলো পালনের মাধ্যমে আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারি।

৪. কেন সড়ক চলাচলের নিয়ম অনুসরণ করা প্রয়োজন?

উত্তর : এক গাড়ির সাথে অন্য গাড়ির সংঘর্ষ এড়ানো, রাস্তার যানজট কমানো ও পথচারীকে দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সড়ক চলাচলের নিয়ম অনুসরণ করা প্রয়োজন।

৫. সড়ক দুর্ঘটনার কারণ কী?

উত্তর : সড়ক দুর্ঘটনার কয়েকটি কারণ হলো-
১. অসচেতনতা,
২. অতিরিক্ত আত্মবিশ্বাস,
৩. বেপরোয়া গাড়ি চালানো,
৪. চালকের অতিরিক্ত ট্রিপ,
৫. ত্রুটিপূর্ণ যানবাহন,
৬. অদক্ষতা ইত্যাদি।

৬. ছেলে ও মেয়ের সমান অধিকার একটি উদাহরণসহ বুঝিয়ে দাও।

উত্তর : ছেলে ও মেয়ের মধ্যে অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে একজন ছেলের যে অধিকার রয়েছে, একজন মেয়েরও সেরূপ অধিকার রয়েছে। যেমন-ছেলে ও মেয়েকে স্কুলে পাঠানো এবং তাদেরকে সমানভাবে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণি পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্নোত্তর

Read More: ৩য় শ্রেণি বিশ্বপরিচয় অধ্যায় ৯ নৈতিক ও মানবিক গুণ

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা

তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা: বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *