মেডিকেল ভর্তি আবেদন
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৪-২৫ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচি | Medical Admission Test Time
১. অনলাইনে আবেদন শুরুর তারিখ : ১০/১২/২০২৪ খ্রি. মঙ্গলবার সকাল ১০.০০ টা
২. অনলাইনে আবেদনের শেষ তারিখ : ২৭/১২/২০২৪ খ্রি. শুক্রবার রাত ১১.৫৯ মিনিট
৩. অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : ২৮/১২/২০২৪ খ্রি. শনিবার রাত ১১.৫৯ মিনিট
৪. প্রবেশ পত্র ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করার তারিখ : ১২/০১/২০২৫ খ্রি. রবিবার হতে ১৪/০১/২০২৫ খি. মঙ্গলবার পর্যন্ত
৫. সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র প্রধান কর্তৃক হাজিরা সিট ডাউনলোড করার তারিখ: : ১৫/০১/২০২৫ খ্রি. বুধবার থেকে ১৬/০১/২০২৫ খ্রি. বৃহস্পতিবার পর্যন্ত
৬. ভর্তি পরীক্ষার তারিখ: : ১৭/০১/২০২৫ খ্রি. শুক্রবার সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত
আবেদন ফি: ১০০০/-
ফি জমা দেয়ার পদ্ধতি
টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222
নম্বরে SMS প্রেরণ করতে হবে: উদাহরন: MBBS<Space>FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হালো ফরম পূরণ করে পাওয়া User ID এরপর, ফিরতি SMS এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০০/ (এক হাজার) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে।
সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি Centre Code (১নং সারণি দ্রষ্টব্য (,) দিয়ে (উদাহরণ: নিচে দেওয়া হলো) লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ: MBBS<Space>YES<Space>456789<Space>19,38,47,26 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হলো আগের ফিরতি SMS এ পাওয়া PIN Number এবং 19,38,47,26 নম্বরগুলো হলো পরীক্ষা কেন্দ্রের কোত নম্বর। PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা মাত্র কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে একটি User ID Password দেওয়া হবে।
মেডিকেল ভর্তি আবদেনের জন্য যোগ্যতা
০১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২. . (ক) ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
(খ) প্রার্থীকে এসএসসি /’ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
০৩. এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি ‘এ’ লেভেল/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
০৪. উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
০৫. সকলের জন্যে এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। ০৬. ১০০ (একশত) নম্বরের ১০০ (একশত) টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞান ৩০।
রসায়নবিদ্যা ২৫: পদার্থবিদ্যা ২০: ইংরেজি ১৫। সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম
নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে। ০৭. এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে।
০৬. এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে:
(ক) এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন=৫০ নম্বর (সর্বোচ্চ)
(খ) এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন= ৫০ নম্বর (সর্বোচ্চ
০৭ . লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম
প্রণয়ন করা হবে।
০৮. পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ০৩ (তিন) নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ০৬ (ছয়) নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।
৯. MBBS ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।
মেডিকেল সার্কুলার ২০২৪-২৫ পিডিএফ ডাউনলোড
নিচের দেওয়া লিংক ব্যবহার করে খুব সহজে আপনি মেডিকেল সার্কুলার ২০২৪-২৫ পিডিএফ ডাউনলোড করতে পারবেন।