তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ৪ আমাদের ইতিহাস

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ৪ আমাদের ইতিহাস: ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল। একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যার বেশির ভাগ লোকই ছিল বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত। কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। এ সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেফতার হন। কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন।

ছাত্রসমাজ সরাসরি তার প্রতিবাদ করে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিল বের করে। দাবি একটাই-রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ মিছিলে গুলি চালায়। শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষার দাবিতে শহিদ হন বলে আমরা তাঁদেরকে ভাষাশহিদ বলি। ১৯৫৬ সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৬৩ সালে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মিত হয়।

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ৪ আমাদের ইতিহাস:


অধ্যায় ৪: আমাদের ইতিহাস


 

ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. ‘একুশের গান’ কে রচনা করেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শামসুর রাহমান
ঘ. আবদুল গাফ্ফার চৌধুরী√

২. আমাদের মুক্তিযুদ্ধ করে শুরু হয়েছিল?
ক. ২১শে ফেব্রুয়ারি
খ. ২৫শে মার্চ
গ. ২৬শে মার্চ√
ঘ. ১৬ই ডিসেম্বর


খ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কী করব?

উত্তর: ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে যাবো। শহিদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করব।

২. কালরাত বলতে কী বুঝায়?

উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই ২৫শে মার্চ রাতকে কালরাত বলা হয়।

৩. মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল?

উত্তর: স্বাধীনতা সংগ্রামের জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল।

৪. পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল?

উত্তর: পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল।


গ. বর্ণনামূলক প্রশ্ন

১. ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি।

উত্তর : ১৯৪৭ সালে স্বাধীন হওয়া পাকিস্তান রাষ্ট্র দুটি অংশে বিভক্ত ছিল। একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের মোট জনসংখ্যার বেশির ভাগ লোকই ছিল বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। তারা পূর্ব পাকিস্তানে বাস করত। কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এতে পূর্ব পাকিস্তানের লোকজন তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন করেছিল।

২. আমরা বিদ্যালয়ে কীভাবে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবো তার একটি পরিকল্পনা করি।

উত্তর : আমরা প্রতি বছর বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খালি পায়ে হেঁটে প্রভাতফেরিতে যাবো। প্রভাতফেরিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাইবো। শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। এ দিবসে বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করবো। এ দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখব।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ৩ প্রশ্ন উত্তর

Read More: আমাদের সংস্কৃতি তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয়

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা

তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা: বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *