তৃতীয় শ্রেণি পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্নোত্তর: সাধারণত মা, বাবা ও ভাইবোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে চাচা, চাচি, ফুপু এবং চাচাতো ভাইবোন থাকে। অনেক পরিবারে দাদা, দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও রয়েছেন। পরিবারে ভাইবোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোটো, আবার কেউ বড়ো। পরিবারের বড়ো সদস্যগণ আমাদেরকে লালনপালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন নেন। আবার পরিবারের ছোটো সদস্যরা আমাদেরকে ভালোবাসে, সম্মান করে।
পরিবারের ছোটো এবং বড়ো সকলের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবারের বড়ো সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব। তাঁদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাঁদেরকে সাহায্য করব। পরিবারের ছোটোদেরকে আমরা ভালোবাসব ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব। খেলতে নিয়ে যাব। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে আমরা তাদের সেবা করব।
তৃতীয় শ্রেণি পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্নোত্তর:
অধ্যায় ৭ : পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।
১. বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন?
ক. শিক্ষক
খ. প্রতিবেশী√
গ. আত্মীয়
ঘ. সহপাঠী
২. সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে?
ক. ১১১
খ. ৩৩৩
গ. ৭৭৭
ঘ. ৯৯৯√
৩. বাদামের খোসা, চিপসের খালি প্যাকেট, ঠোঙ্গা ইত্যাদি কোথায় ফেলব?
ক. টয়লেটে
খ. ড্রেনে
গ. ডাস্টবিনে√
ঘ. মাঠে
খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।
১. পরিবার আমাদের সবচেয়ে……. আশ্রয়স্থল।
২. পরিচ্ছন্ন…….. স্বাস্থ্যকর।
৩. পরিবারের কেউ অসুস্থ হলে…….. করব।
৪. পরিবারের……… সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন।
উত্তর : ১. নিরাপদ; ২. পরিবেশ; ৩. সেবা; ৪. বড়ো
গ. বাম পাশের সাথে ডান পাশের মিল করি।
বাম পাশ | ডান পাশ |
ফায়ার সার্ভিস | অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে |
অ্যাম্বুলেন্স | আইনী সহায়তা প্রদান করে |
পুলিশি সেবা | আগুন নেভাতে সহায়তা করে |
উত্তর:
ক. ফায়ার সার্ভিস আগুন নেভাতে সহায়তা করে।
খ. অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে।
গ. পুলিশি সেবা আইনী সহায়তা প্রদান করে।
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১. পরিবার কীভাবে গঠিত হয়?
উত্তর: সাধারণত মা, বাবা ও ভাইবোন নিয়ে পরিবার গঠিত হয়।
২. ছোটোদের সাথে আমরা কেমন ব্যবহার করব?
উত্তর: ছোটোদের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করব। তাদের ভালোবাসব ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব। খেলতে নিয়ে যাব।
৩. সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি।
উত্তর: সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো হলো-হাসপাতাল, ফায়ার ব্রিগেড, পুলিশ বাহিনী ইত্যাদি।
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১. পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন?
উত্তর : পরিবারের প্রবীণ সদস্যরা আমাদের অতি আপনজন। শৈশবে তাঁরা আমাদের যত্ন সহকারে লালন-পালন করেন। তাঁরা আমাদের স্নেহ ও কল্যাণ কামনা করেন। তাই তাঁদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তাছাড়া প্রবীণরা বয়সের কারণে দুর্বল। তাই তাঁদের প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত।
২. বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি।
কী করব; কখন করব; কারা করবে !
উত্তর:
কী করব | কখন করব | কারা করবে |
আগাছা পরিষ্কার করব | শ্রেণি কার্যক্রম শেষে | শিক্ষার্থীরা সবাই মিলে করব। |
ডাস্টবিন স্থাপন করব | ছুটির দিনে | শিক্ষক-কর্মচারীদের সহায়তা নিয়ে শিক্ষার্থীরা করবে। |