আমাদের জীবনে প্রযুক্তি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান: যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষণীয়। প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত, সহজ এবং আরামদায়ক করেছে। আমাদের বাড়ির সব কাজই এখন প্রযুক্তিনির্ভর। খেলাধুলা, বিনোদনেও এখন আমরা প্রযুক্তি ব্যবহার করছি। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে স্বল্পসময়ে মানুষ অধিক ফসল উৎপাদনে ও প্রক্রিয়াকরণ করতে পারছে। মোটকথা প্রযুক্তি ব্যবহার করে মানুষ আজ চরম স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছে।
আমাদের জীবনে প্রযুক্তি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান:
১. শূন্যস্থান পূরণ কর।
১) আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করেছে___।
২) ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা___ ব্যবহৃত হয়।
৩) ___প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন।
উত্তর: (১) প্রযুক্তি, (২) খেলাধুলায়, (৩) চিকিৎসা।
২. সঠিক উত্তরে টিক চিহ্ন (✔) দাও।
১) নিচের কোনটি কৃষি প্রযুক্তি?
ক. সেচ পাম্প✓
খ. বেহালা
গ. ক্রিকেট ব্যাট
ঘ. নাগরদোলা
২) নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি?
ক. এক্স-রে যন্ত্র
খ. ইলেকট্রোকার্ডিওগ্রাম
গ. আল্ট্রাসনোগ্রাফি
ঘ. থার্মোমিটার✓
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন ১। খেলাধুলায় ব্যবহৃত হয় এমন ৫টি প্রযুক্তির নাম লেখ।
উত্তর: খেলাধুলায় ব্যবহৃত হয় এমন ৫টি প্রযুক্তি হলো- ১. ফুটবল, ২. টেনিস র্যাকেট, ৩. ক্রিকেট ব্যাট, ৪. পোশাক ও ৫. জুতা।
প্রশ্ন ২। বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তর: বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো- ১. কম্পিউটার, ২. গিটার, ৩. সিডি, ৪. রোলার কোস্টার, ৫. ছবি আঁকার উপকরণ ইত্যাদি।
প্রশ্ন ৩। চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী কী?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির সুবিধাগুলো হলো-
১. সহজে রোগ নির্ণয় করা যায়।
২. রোগীকে উন্নত চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করা যায়।
৩. মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা যায়।
৪. শরীরের ভেতরের অঙ্গসমূহের অবস্থা জানা যায়।
৪. বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন ১। কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে?
উত্তর: কৃষি প্রযুক্তির উন্নয়ন আমাদের যেভাবে সহায়তা করে তা হলো-
১. স্বল্প সময়ে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায়।
২. উচ্চ ফলনশীল ধান, গম ও আলুর বীজ পাওয়া যায়।
৩. রোগ ও কীটপতঙ্গ, প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদন করা যায়।
৪. নতুন উদ্ভিদের জাত সৃষ্টি করা যায়।
৫. স্বল্প সংখ্যক মানুষ দ্বারা ফসল প্রক্রিয়াকরণ করা যায়।
প্রশ্ন ২। বাসস্থানে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে সুন্দর করছে?
উত্তর: বাসস্থান প্রযুক্তি যেভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তা বর্ণনা করা হলো-
১. বৈদ্যুতিক বাতি ব্যবহারের ফলে ঘর সহজেই আলোকিত হচ্ছে।
২. রেডিও, টেলিভিশনের মাধ্যমে ঘরে বসেই দেশের বিভিন্ন স্থানের সংবাদ জানা যাচ্ছে।
৩. টেলিফোন, মোবাইল ফোনের মাধ্যমে দেশ-বিদেশে যোগাযোগ করা যাচ্ছে।
৪. বৈদ্যুতিক পাখার মাধ্যমে অত্যন্ত গরমেও শরীর ঠান্ডা হয়ে যায়।
৫. গ্যাসের চুলা, রাইস কুকারের মাধ্যমে ঠান্ডা খাবার গরম করা যাচ্ছে।
৬. রেফ্রিজারেটর দ্বারা যে কোনো খাবার অনেকদিন সংরক্ষণ করা যাচ্ছে।
৫. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর।
কৃষি প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি খেলাধুলা প্রযুক্তি রান্নাঘরের প্রযুক্তি বিনোদন প্রযুক্তি |
ফুটবল ট্রাক্টর ভিডিও গেম স্টেথোস্কোপ গ্যাসের চুলা |
উত্তর:
১. কৃষি প্রযুক্তি – ট্রাক্টর
২. চিকিৎসা প্রযুক্তি – স্টেথোস্কোপ
৩. খেলাধুলা প্রযুক্তি – ফুটবল
৪. রান্নাঘরের প্রযুক্তি – গ্যাসের চুলা
৫. বিনোদনের প্রযুক্তি – ভিডিও গেম
৬. নিচের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লেখ।
রোগ প্রতিরোধী, উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল, শস্য
উত্তর: শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য নিচে লেখা হলো-
১. আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা হচ্ছে।
২. উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে।
৩. আধুনিক প্রযুক্তির শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করছে।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:
১. সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। বাসস্থানে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর: বাসস্থানে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তি হলো-১. বৈদ্যুতিক বাতি ও ২. বৈদ্যুতিক পাখা।
প্রশ্ন ২। রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির দুইটি উদাহরণ দাও।
উত্তর: রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির দুইটি উদাহরণ হলো-১. গ্যাসের চুলা ও ২. রেফ্রিজারেটর।
প্রশ্ন ৩। শরীরের ভিতরের অঙ্গসমূহ পরীক্ষা করতে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর: শরীরের ভিতরের অঙ্গসমূহ পরীক্ষা করতে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তি হলো-
১. এক্সরে মেশিন ও ২. আল্ট্রাসনোগ্রাফি।
প্রশ্ন ৪। চিকিৎসা প্রযুক্তি কীভাবে সহায়তা করে?
উত্তর: চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করে।
প্রশ্ন ৫। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুইটি বিনোদন প্রযুক্তির নাম লেখ।
উত্তর: আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুইটি বিনোদন প্রযুক্তির নাম হলো- ১. রোলার কোস্টার ও ২. কম্পিউটার।
প্রশ্ন ৬। সংগীতের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর: সংগীতের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তির নাম হলো- ১. গিটার ও ২. হারমোনিয়াম।
প্রশ্ন ৭। বিনোদন কেন্দ্রে দেখা যায় এমন দুইটি রাইডের নাম. লেখ।
উত্তর: বিনোদন কেন্দ্রে দেখা যায় এমন দুইটি রাইড হলো-১. রোলার কোস্টার ও ২. নাগরদোলা।
প্রশ্ন ৮। শিশুদের ব্যবহৃত দুইটি বিনোদন প্রযুক্তির নাম লেখ।
উত্তর: শিশুদের ব্যবহৃত দুইটি বিনোদন প্রযুক্তি হলো-
১. নাগর দোলা ও
২. ছবি আঁকার উপকরণ।
প্রশ্ন ৯। কৃষি কাজে ব্যবহৃত হয় এমন দুইটি যন্ত্রপাতির নাম লিখ।
উত্তর: কৃষি কাজে ব্যবহৃত হয় এমন দুইটি যন্ত্রপাতির নাম হলো- ১. ট্রাক্টর ও ২. নিড়ানি যন্ত্র।
প্রশ্ন ১০। একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায় কোন প্রযুক্তির সাহায্যে।
উত্তর: একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায় উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে।
প্রশ্ন ১১। একজন চিকিৎসকের ব্যবহৃত ২টি প্রযুক্তির নাম লেখ।
উত্তর: একজন চিকিৎসকের ব্যবহৃত ২টি প্রযুক্তির নাম হলো-১. স্টেথোস্কোপ ও ২. রক্তচাপ মাপার যন্ত্র।
প্রশ্ন ১২। উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে কী করা যায়?
উত্তর: উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায়।
প্রশ্ন ১৩। প্রযুক্তি কী?
উত্তর: যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি।
প্রশ্ন ১৪। দুইটি সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির নাম লেখ।
উত্তর: দুইটি সাধারণ চিকিৎসা যন্ত্রপাত্রির নাম হলো- ১. থার্মোমিটার ও ২. স্টেথোস্কোপ।
আমাদের জীবনে প্রযুক্তি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান:
২. শূন্যস্থান পূরণ কর ।
১। আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন ___ ব্যবহার করি।
২। টেলিভিশন, ফোন ব্যবহৃত হয়___।
৩। রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় ___ প্রযুক্তি।
৪। জমিতে চাষ করতে ব্যবহৃত হয়___।
৫। ___প্রযুক্তি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখছে।
৬। মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার হয়___।
৭। ট্রাক্টর ___ব্যবহৃত হয়।
৮। উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে ___উৎপন্ন করা যায়।
৯। থার্মোমিটার একটি সাধারণ ___প্রযুক্তি।
১০। কৌশল ব্যবহার করে কাজ সম্পাদন করাই হচ্ছে___।
১১। ___ ব্যবহৃত প্রযুক্তি রাইস কুকার।
১২। বিনোদনকেন্দ্রে বিভিন্ন ধরনের ___রয়েছে।
১৩। স্টেথোস্কোপ একটি সাধারণ ___প্রযুক্তি।
১৪। জমিতে পানি দিতে ব্যবহৃত হয়___।
১৫। গাছ কাটতে ব্যবহার করা হয়___।
১৬। ___প্রযুক্তির সাহায্যে একটি গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে।
উত্তরমালা: ১। প্রযুক্তি; ২। বাসস্থানে; ৩। চিকিৎসা; ৪। ট্রাক্টর; ৫। চিকিৎসা; ৬। রান্না ঘরে; ৭। জমি চাষে; ৮। বিভিন্ন রঙের ফুল; ৯। চিকিৎসা; ১০। প্রযুক্তি; ১১। রান্নাঘরে; ১২। রাইড; ১৩। চিকিৎসা; ১৪। সেচপাম্প; ১৫। যান্ত্রিক করাত; ১৬। উদ্ভিদ প্রজনন।
৩. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর।
প্রশ্ন ১। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ
মিল কর:
বাম পাশ | ডান পাশ |
---|---|
ক. চাষের যন্ত্র | ১. গিটার |
খ. রোগ নির্ণয় যন্ত্র | ২. ফুটবল |
গ. বাদ্যযন্ত্র | ৩. শিশু পার্ক |
ঘ. রক্তচাপ মাপার যন্ত্র | ৪. গ্যাসের চুলা |
ঙ. বিনোদন কেন্দ্র | ৫. ট্রাক্টর |
৬. স্টেথোস্কোপ | |
৭. আলট্রাসনোগ্রাফি |
উত্তরমালা:
ক. চাষের যন্ত্র ট্রাক্টর।
খ. রোগ নির্ণয় যন্ত্র আলট্রাসনোগ্রাফি।
গ. বাদ্যযন্ত্র গিটার।
ঘ. রক্তচাপ মাপন যন্ত্র স্টেথোস্কোপ।
ঙ. বিনোদন কেন্দ্র শিশু পার্ক।
প্রশ্ন ২। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ
মিল কর:
বাম পাশ | ডান পাশ |
---|---|
ক. বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি | ১. গাছ কাটা |
খ. ভিডিও ক্যামেরার ব্যবহার | ২. বিনোদন প্রযুক্তি |
গ. হরমোনিয়াম | ৩. চিকিৎসা প্রযুক্তি |
ঘ. ইলেকট্রনিক করাত দিয়ে | ৪. ফ্যান |
ঙ. ইলেকট্রো-কার্ডিওগ্রাম | ৫. ট্রাক্টর |
৬. কৃষি প্রযুক্তি | |
৭. খেলাধুলায় |
উত্তরমালা:
ক. বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি ফ্যান।
খ. ভিডিও ক্যামেরার ব্যবহার খেলাধুলায়।
গ. হরমোনিয়াম বিনোদন প্রযুক্তি।
ঘ. ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটা।
ঙ. ইলেকট্রো-কার্ডিওগ্রাম চিকিৎসা প্রযুক্তি।
৪. কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন ১। দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহৃত হয় এমন তিনটি ক্ষেত্রের নাম লিখ। বাসস্থানে ব্যবহৃত হয় এমন তিনটি প্রযুক্তির নাম লিখ।
উত্তর: দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহৃত হয় এমন তিনটি ক্ষেত্রের নাম হলো- ১. বাসস্থান, ২. খেলাধুলা ও ৩. চিকিৎসা। বাসস্থানে ব্যবহৃত হয় এমন তিনটি প্রযুক্তির নাম হলো-১. বৈদ্যুতিক বাতি, ২. গ্যাসের চুলা ও ৩. রেফ্রিজারেটর।
প্রশ্ন ২। প্রযুক্তি কী? বাড়িতে ব্যবহৃত দুইটি প্রযুক্তির নাম লেখ। এ প্রযুক্তি দুইটি না থাকলে কী সমস্যা হবে তা দুইটি বাক্যে লেখ।
উত্তর: যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হলো প্রযুক্তি। বাড়িতে ব্যবহৃত দুইটি প্রযুক্তি হলো- ১. টেলিভিশন ও ২. বৈদ্যুতিক পাখা। এ প্রযুক্তি দুইটি না থাকলে যে সমস্যা হবে তা নিচে দুইটি বাক্যে উপস্থাপন করা হলো-
১. টেলিভিশন না থাকলে খুব সহজেই দেশ-বিদেশের খবর জানতে পারব না।
২. বৈদ্যুতিক পাখা না থাকলে প্রচন্ড গরমে কষ্ট পেতে হবে।
প্রশ্ন ৩। প্রযুক্তি আমাদের জীবনকে কী করে? রান্নাঘরে ব্যবহৃত হয় এমন চারটি প্রযুক্তির নাম লিখ।
উত্তর: প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত, সহজ ও আরামদায়ক করে। রান্না ঘরে ব্যবহৃত হয় এমন চারটি প্রযুক্তির নাম হলো-
১. গ্যাসের চুলা,
২. রেফ্রিজারেটর,
৩. রাইস কুকার ও
৪. মাইক্রোওয়েভ ওভেন।
প্রশ্ন ৪। চারটি চিকিৎসা প্রযুক্তির নাম লেখ। এ প্রযুক্তির দুইটি সুবিধা লেখ।
উত্তর: চারটি চিকিৎসা প্রযুক্তির নাম হলো- ১. থার্মোমিটার, ২. স্টেথোস্কোপ, ৩. এক্স-রে মেশিন ও ৪. আলট্রাসনোগ্রাফি।
চিকিৎসা প্রযুক্তির দুইটি সুবিধা হলো-
১. সহজে রোগ নির্ণয় করা যায়।
২. উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যায়।
প্রশ্ন ৫। খেলাধুলায় ব্যবহৃত হয় এমন তিনটি প্রযুক্তির নাম লেখ। কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা তিনটি বাক্যে লেখ।
উত্তর: খেলাধুলায় ব্যবহৃত হয় এমন তিনটি প্রযুক্তির নাম হলো-
১. ফুটবল
২. টেনিস র্যাকেট ও ৩. ক্রিকেট ব্যাট।
কৃষি প্রযুক্তি ব্যবহারের তিনটি সুবিধা হলো-
১. অধিক ফসল উৎপাদন করা যায়।
২. স্বল্পসময়ে ফসল প্রক্রিয়াকরণ করা যায়।
৩. রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধ করা যায়।
প্রশ্ন ৬। কৃষিকাজে ব্যবহৃত দুইটি প্রযুক্তির নাম লেখ। অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তির ভূমিকা সম্পর্কে চারটি বাক্যে লেখ।
উত্তর: কৃষিকাজে ব্যবহৃত দুইটি প্রযুক্তির নাম হলো- ১. ট্রাক্টর ও ২. সেচ পাম্প।
অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তির ভূমিকা চারটি বাক্যে নিচে উল্লেখ করা হলো-
১. কৃষি প্রযুক্তির সহায়তায় অল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা যায়।
২. কৃষি প্রযুক্তি ফসলের রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধে সহায়তা করে।
৩. কৃষি প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায়।
৪. কৃষিপ্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম ও আলু উৎপাদন করা হয়েছে।