বঙ্গবন্ধু টানেলের আরেক নাম কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের উন্নয়নের আরেকটি মাইল ফলক। বঙ্গবন্ধু টানেল হলো কর্ণফূলি নদীর তলদেশ দিয়ে তৈরি কৃত একটি সুড়ঙ্গ। মূল এই সুড়ঙ্গ নির্মাণের মূল লক্ষ্য হওলো চট্রোগ্রাম ব্যবসা বাণ্যিজের আরো উন্নত গঠানের জন্য সুড়ঙ্গ তৈরি করার হয়। এটি তৈরি ফলে যানজট সমস্যা কম হবে এবং এত দেশের উন্নয়ন হবে বলে মনে করা হয়।
নিচে বঙ্গবন্ধু টানেল/কর্ণফুলি টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরগুলো বিস্তারিত আলোচনা করা হলো
এই আর্টিকেলে আমরা BCS, শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং ব্যাংক জব ইত্যাদি চাকরির জন্য প্রস্তুতি স্বরুপ কর্ণফুলী টানেল/বঙ্গবন্ধু টানেল লেখা হয়েছে।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল কি নামে নামকরণ করা হয়?
উ: বঙ্গবন্ধু শেখথ মুজিবুর রহমান টানেল নামকে নামকরণ করা হয়।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নদী তলদেশ নির্মত বাংলাদেশের কতম টানেল?
উ: বঙ্গবন্ধু টানেল নদী তলদেশ নির্মত বাংলাদেশের প্রথম টানেল।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেলের ভিত্তি স্থাপন করেন কত সালে?
উ: বঙ্গবন্ধু টানেল এর ভিত্তি স্থাপন করা হয় ১৮ অক্টোবর ২০১৬ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এর কাজ শুরু হয় কত সালে?
উ: বঙ্গবন্ধু টানেল এর কাজ শুরু হয় ২৪ ফেব্রুয়ারী ২০১৯ সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল ভিত্তি স্থাপন করেন কে?
উ: বঙ্গবন্ধু টানেল এর ভিত্তি স্থাপন করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত?
উ: বঙ্গবন্ধু টানেল পতেঙ্গা ও আনোয়ার উপজেলা, চট্টগ্রামে অবস্থিত।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয় কত তারিখে?
উ: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর ২০২৩ইং সালে।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন কে?
উ: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নদী তলদেশ দিয়ে এশিয়া মহাদেশের কত তম টানেল?
উ: বঙ্গবন্ধু টানেল নদী তলদেশের এশিয়া মহাদেশে প্রথম টানেল।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল প্রকল্প মেয়াদ কত?
উ: বঙ্গবন্ধু টানেল প্রকল্প মেয়াদ ছিল ২০১৫ সাল হতে ১ নভেম্বর ২০২৩ পর্যন্ত।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল অর্থ সহযোগীতা করে কোন দেশ?
উ: বঙ্গবন্ধু টানেল অর্থ সহযোগীতা করে চীন।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নির্মাণ কম্পানির নাম কি?
উ: বঙ্গবন্ধু টানেল নির্মাণ করেন China Communication and Construction Company Limited.
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এর গভীরতা কত?
উ: বঙ্গবন্ধু টানেলের গভীরতা ১৫০ মিটার।
প্রশ্ন: টানেল এর দৈঘ্য কত?
উ: বঙ্গবন্ধু টানেল এর দৈঘ্য ৩.৪৩ কিলোমিটার।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নির্মাণ মোট ব্যয় কত?
উ: বঙ্গবন্ধু টানেল নির্মাণ মোট ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল ভূমিকম্প সহনশীল মাত্র কত?
উ: বঙ্গবন্ধু টানেল ভূমিকম্প সহনশীল মাত্র ৭.৫ (খিটার স্কল)।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল চালু হলে জিডিপি বাড়বে কত?
উ: বঙ্গবন্ধু টানেল চালু হলে জিডিপি বাড়বে ০.০৬%।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নির্মাণ মোট কাজে মোট কত লোক কাজ করছে?
উ: বঙ্গবন্ধু টানেল নির্মানে মোট জনবল কাজ করে ৫০০০ জন চীনের ছিল ৫০০জন, ২০০জন প্রকৌশলী ৩০০জন শ্রমিক (৪৫০০ বাংলাদেশ শ্রমিক কাজ করে)
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক কত কিলোমিটার?
উ: বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক ৫.৩৫ কিলোমিটার।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এর টিউবার সংখ্যা কত?
উ: বঙ্গবন্ধু টানেল এর টিউব সংখ্যা ২টি।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এ কি কি যানবাহন চলাচল কার নিষেধ?
উ: বঙ্গবন্ধু টানেল এ মোটর সাইকেল ও তিন চাকার যানবাহন চলাচল করা নিষেধ।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল পার হতে কত সময় লাগে?
উ: বঙ্গবন্ধু টানেল পার হতে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল ভূমি অধিগ্রহণ কত?
উ: বঙ্গবন্ধু টানেল ভূমি অধিগ্রহণ ৩৮২.১৫৫১ একর।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল বাস্তবায়নকারী সংস্থার নাম কি?
উ: বঙ্গবন্ধু টানেল বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?
উ: বঙ্গবন্ধু টানেল নির্মানণ কারী প্রতিষ্ঠানের চায়না কমিউনিকেশ কনটেষ্ট্রাকশন কোম্পানি (CCCC) লিমিটেড।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল কোন নদীর তলদেশে অবস্থিত?
উ: বঙ্গবন্ধু টানেল কর্ণফুলি তলদেশে অবস্থিত।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল লেন সংখ্যা কত?
উ: বঙ্গবন্ধু টানেল সংখ্যা চারটি।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম টানেল নাম কি?
উ: এশিয়ার বৃহত্তম টানেল জম্মু-কাশ্মীল চানেল।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেলে জ্যাট ফ্যান কতটি?
উ: বঙ্গবন্ধু টানেলে জ্যাট ফ্যান ১২৬টি
প্রশ্ন বঙ্গবন্ধু টানেলে প্রতি ঘন্টায় কতটি যানবাহন চলাচল করতে পরবে।
উ: বঙ্গবন্ধু টানেল এ প্রতি ঘন্টায় প্রায় ৮ হাজার যানবাহন চলাচল করতে পারবে।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল যানবাহনের গতিসীমা কত?
উ: বঙ্গবন্ধু টানেল যানবাহনের গতিসীমা ঘন্টায় ৬০ কিলোমিটার।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এ বাংলাদেশে সরকারির বিনিয়োগ কত?
উ: বঙ্গবন্ধু টানেল এ বাংলাদেশে সরাকারির বিনিয়োগ ৪ হাজার ৪৬১ কোট ২৩ লাখ টাকা।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল চীনের সহায়তা কত?
উ: বঙ্গবন্ধু টানেল এ চীনের সহায়তা ৫হাজার ৯১৩ কোটি টাকা।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল নির্মাণে কোন দশে সাহয়তা করেন?
উ: বঙ্গবন্ধু টানেল নির্মাণে চীন (চায়না এক্সিম ব্যাংক) সহয়তা করেন।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল প্রকল্প পরিচালকের নাম কি?
উ: বঙ্গবন্ধু টানেল প্রকল্প পরিচালকের নাম হারুনুর রশিদ চৌধুরী।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এর বায়ুচলাচলে কতটি ফ্যান আছে?
উ: বঙ্গবন্ধু টানেল এর বায়ুচলাচলের মোট ফ্যান ৮টি আছে।
প্রশ্ন: বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদের হার কত শতাংশ?
উ: বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদরে হার ২ শতাংশ।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এর ইংরেজি নাম কি?
উ: Two Towns-one city.
প্রশ্ন: বঙ্গবন্ধু ৃটানেল এর প্রতিটি টিউবের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উ: বঙ্গন্ধু টানেল এর প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল কোন জেলায় অবস্থিত?
উ: চট্টগ্রাম জেলায় অবস্থিত।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল বাজেট কত?
উ: বঙ্গবন্ধু প্রকল্পটির বাজেট প্রথমে ধরা হয়েছিল ৮ হাজার ৪৪৬কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল এর স্বত্বাধিকারী কে?
উ: বঙ্গবন্ধু টানের এর স্বত্বাধিকারী হলো বাংলাদেশ সরকার।
প্রশ্ন: নদীর তলদেশে দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল কোনটি?
উ: নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম হলো টানেল বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল।
প্রশ্ন: বঙ্গবন্ধু টানেল প্রবেশপথ কোথায়?
উ: বঙ্গবন্ধু টানেল এর প্রবেশ পথ চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্নফুলী নদীর ২ কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের নিকট।
প্রশ্ন: বঙ্গবন্ধুু টানেল কক্স-বাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার?
উ: ৪০ কিলোমিটার দূরুত্ব হ্রাস করবে।
প্রশ্ন: ৫ কি:মি: বেশি।