৫ম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর
৫ম শ্রেণি - বিজ্ঞান প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান আমাদের জীবনে প্রযুক্তি

৫ম শ্রেণির বিজ্ঞান আমাদের জীবনে প্রযুক্তি: বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে।

প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি ব্যবহার করে মানুষ জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন- বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। নানান ক্ষেত্র যেমন- শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদিতে প্রযুক্তি ব্যবহৃত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক-

বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে দুইয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।

অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক এত নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তাঁরা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন।

অপরদিকে, জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে। আঠারো শতকে শিল্পবিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছে, বিশেষ করে কৃষি, শিল্পকারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে।

বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো।

বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। আবার প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন- দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল।

৫ম শ্রেণির বিজ্ঞান আমাদের জীবনে প্রযুক্তি:

১. সঠিক উত্তরে টিক চিহ্ন (✔) দিই।

১) কোনটি সঠিক?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়
খ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই
গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে✔
ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই

২) শিল্পবিপ্লব কখন হয়েছিল?
ক. ১৭ শতক
খ. ১৮ শতক✔
গ. ১৯ শতক
ঘ. ২০ শতক

৩) কোনটি রাসায়নিক প্রযুক্তি?
ক. সার✔
খ. ট্র্যাক্টর
গ.উচ্চ ফলনশীল উদ্ভিদ
ঘ. সেচ পাম্প

৪) নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া?
ক. অধ্যয়ন
খ. অনুশীলন
গ. লেখা
ঘ. পর্যবেক্ষণ✔

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now


২. সংক্ষিপ্ত প্রশ্ন :

 

১) বিজ্ঞানীরা কীভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন?
উত্তর: বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকৃতি নিয়ে গবেষণা করেন। এক্ষেত্রে বিজ্ঞানীরা যে ধাপগুলো অনুসরণ করেন তা হলো- পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বিনিময়।

২) অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে?
উত্তর : অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ নিচের প্রযুক্তিগুলো ব্যবহার করে-
১. যান্ত্রিক প্রযুক্তি; যেমন- ট্রাক্টর, সেচ পাম্প, মাড়াই যন্ত্র ইত্যাদি।
২. রাসায়নিক প্রযুক্তি; যেমন- রাসায়নিক সার ও কীটনাশক।
৩. জৈব প্রযুক্তি; যেমন- মানুষের উদ্ভাবিত পোকামাকড় বিরোধী ও উচ্চফলনশীল বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি।

৩) প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ দাও।
উত্তর: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ হলো-
১. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। কিন্তু এর ফলে বায়ুও দূষিত হয়। বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও এসিডের বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।
২. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ ব্যবহার হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার।

৪) মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন?
উত্তর: মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।

৫) জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কীভাবে কাজে লাগানো হয়েছে?
উত্তর: জলীয়বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছে। এ বাষ্পীয় ইঞ্জিন নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয়-
১. কলকারখানার যন্ত্রপাতি সচল করতে।
২. রেলগাড়ি চালনায়।
৩. জাহাজ চালনায় ইত্যাদি।


৩. বর্ণনামূলক প্রশ্নোত্তর

প্রশ্ন ১। বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা কর।

উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হলেও প্রয়োগের ক্ষেত্র ও ধরন অনুযায়ী এদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। যেমন-
১. বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। অপরদিকে প্রযুক্তি হলো আমাদের জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।
২. বিজ্ঞান হচ্ছে ‘পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আর প্রযুক্তি হচ্ছে এ অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহারের কৌশল।
৩. বিজ্ঞান হচ্ছে আবিষ্কারের তাত্ত্বিক রূপ। অন্যদিকে প্রযুক্তি হচ্ছে আবিষ্কারের ব্যবহারিক রূপ।
৪. বিজ্ঞান আমাদের জ্ঞান দেয়। অন্যদিকে প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যার সমাধান দেয়।
৫. বিজ্ঞান প্রত্যক্ষভাবে মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হয় না। অন্যদিকে প্রযুক্তির ব্যবহার কখনো কখনো মানবতা বিরোধী হয়ে থাকে।

 

প্রশ্ন ২। কৃষি প্রযুক্তি কীভাবে আমাদের জীবনমান উন্নত করে?

উত্তর : কৃষি প্রযুক্তি নানাভাবে আমাদের জীবন মান উন্নত করে থাকে। যেমন-
১. ট্রাক্টর, মাড়াই যন্ত্র ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ করলে আমাদের কায়িক শ্রম হ্রাস পায় এবং সময় বেঁচে যায়।
২. জমিতে পানি সেচের জন্য গভীর নলকূপ বা সেচ পাম্প ব্যবহার করে কায়িক শ্রম ও আর্থিক ব্যয় কমাতে পারি এবং সময় বাঁচাতে পারি।
৩. কৃষিকাজে রাসায়নিক প্রযুক্তি যেমন- রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা অধিক খাদ্য উৎপাদন করতে পারি।
৪. কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তি যেমন- পোকামাকড় বিরোধী ও উচ্চ ফলনশীল উদ্ভিদ ব্যবহারের মাধ্যমে আমরা অল্প জমিতে, অল্প ব্যয়ে অধিক খাদ্য উৎপাদন করতে পারি।
উপরে বর্ণিত সবগুলো কাজই আমাদের জীবনমান উন্নত করতে ভূমিকা রাখে।

 

প্রশ্ন ৩। প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে?

উত্তর: বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান। আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করেই বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করা হয়। যেমন-
১. বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয়বাষ্পের ক্ষমতা সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে।
২. বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কিত জ্ঞান কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয়।
৩. বিজ্ঞানীদের বৈদ্যুতিক, ধারণা বা জ্ঞানকে কাজে লাগিয়ে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করা হয়েছে।
৪. শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বই, কলম, টেবিল, ল্যাপটপ, ঘড়ি ইত্যাদি উদ্ভাবন করা হয়েছে।
৫. চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

প্রশ্ন ৪। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর।

উত্তর: বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান। আর প্রযুক্তি হলো আমাদের জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এদের উদ্দেশ্য ভিন্ন হলেও এরা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বিজ্ঞানীদের মূল্যবান আবিষ্কার মানুষের কাজে লাগাতে প্রযুক্তির সাহায্য নিতে হয়। আর বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়েই উদ্ভাবন করা হয় বিভিন্ন প্রযুক্তি। যেমন- বিজ্ঞানীরা জলীয়বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। আর এ জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবন করা হয়েছে বাষ্পীয় ইঞ্জিন। আবার আলো, বাতাস, পানি ইত্যাদি উদ্ভিদের উপর কীভাবে কাজ করে সে সম্পর্কে বিজ্ঞানীরা নানা বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছে। আর এ জ্ঞান প্রয়োগের মাধ্যমে, উৎপাদনের উন্নতি সাধনে নানা প্রযুক্তি আবিষ্কার হয়েছে। অর্থাৎ বিজ্ঞান ছাড়া প্রযুক্তি আবিষ্কার সম্ভব নয়।
সুতরাং বলা যায়, বিজ্ঞানের জ্ঞান ছাড়া প্রযুক্তি অস্তিত্বহীন। আর প্রযুক্তি ছাড়া বিজ্ঞান মূল্যহীন। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত।


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: ৫ম শ্রেণির বিজ্ঞান অধ্যায় ৮ মহাবিশ্ব প্রশ্ন উত্তর

আরও পড়ুন: ৫ম শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১০ প্রশ্নোত্তর

Codehorse App

Check Also

৫ম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ প্রশ্নোত্তর: বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *