৫ম শ্রেণির বাংলা পাঠ ৪ পত্র লিখি প্রশ্ন উত্তর: আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। কোনো দাপ্তরিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটা সম্ভব ছোটো রাখতে হয়।
৫ম শ্রেণির বাংলা পাঠ ৪ পত্র লিখি প্রশ্ন উত্তর:
অনুশীলনী
১. তারিখবাচক শব্দ পড়ি।
১লা বৈশাখ — পহেলা বৈশাখ
২রা জুন — দোসরা জুন
৩রা ফেব্রুয়ারি — তেসরা ফেব্রুয়ারি
৪ঠা আষাঢ় — চৌঠা আষাঢ়
৫ই মার্চ — পাঁচই মার্চ
২১শে ফেব্রুয়ারি — একুশে ফেব্রুয়ারি
২. আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি।
| আবেদনপত্রের বিভিন্ন ভাগ | ভাগের নাম |
| ২৮শে মে ২০২৬ | তারিখ |
| প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা। |
বরাবর |
| বিষয়: ছুটির আবেদন। | বিষয় |
| জনাব, | সম্বোধন |
| আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। আগামী ২রা জুন আমার বড়ো বোনের বিয়ে। এজন্য আমি এক দিনের ছুটি প্রার্থনা করছি। | বক্তব্য |
| অতএব, উপরোক্ত এক দিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি। | অনুরোধ |
| নিবেদক আনিক সোহরাবান শ্রেণি: পঞ্চম রোল নম্বর: ৩২ |
নিজের পরিচয় |
৩. প্রধান শিক্ষকের কাছে কী কী কারণে আবেদন করা যায়, এমন বিষয়গুলো লিখি।
উত্তর:
i) অসুস্থতার কারণে ছুটির আবেদন।
ii) বাড়িতে জরুরি কাজ থাকলে ছুটির আবেদন।
iii) পরিচয়পত্র/প্রবেশপত্র/প্রশংসাপত্র/সনদপত্র পাওয়ার আবেদন।
iv) ফি মওকুফ বা বেতন মাফের আবেদন।
v) বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্র/সমস্যা সমাধানের আবেদন।
৪. আবেদনপত্র লিখি।
আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি।
০৩/০৩/২০২৬
প্রধান শিক্ষক
ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাতিবান্ধা।
বিষয়: নতুন পরিচয়পত্র প্রদানের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। তাই নতুন একটি পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।
অতএব, আমাকে নতুন পরিচয়পত্র প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
আনিক সোহরাবান
শ্রেণি: পঞ্চম
রোল নম্বর: ৩২
ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিবান্ধা।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
৫. চিঠি পড়ি।
ঢাকা
০৬/০৩/২০২৬
প্রিয় তিথি
কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি। স্কুল বন্ধ থাকবে। ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগবে। ছুটির পরে একসাথে স্কুলে যেতেও পারব। খুব মজা হবে না!
তোমার বাবা-মাকে আমার সালাম দিও। আর ছোটদের আদর দিও।
ইতি
মিলি
৬. চিঠি লিখি।
আমি আমার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা-মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি।
ঢাকা
০৬/০৩/২০২৬
প্রিয় মা,
কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আমিও ভালো আছি। এখানে সবাই আমাকে খুব যত্ন করে রাখছে। পড়াশোনাও নিয়ম করে করছি। স্কুলের পড়া ঠিকমতো শেষ করছি এবং সময় পেলেই বই পড়ছি।
মা, তোমাকে খুব মনে পড়ে। তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছা করছে। তুমি আমার জন্য চিন্তা করো না। আমি সুস্থ আছি। বাড়ির সবাইকে আমার সালাম দিও এবং ছোটদের আদর দিও।
ইতি,
তোমার সন্তান
চম্পা
Codehorse Learn Free