পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বাংলা ঠিক আছে কবিতার প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বাংলা ঠিক আছে কবিতার প্রশ্ন উত্তর: একবার এক মেহমান এক লোকের বাড়িতে এলেন। লোকটি নানা কথা বললেও মেহমান সব কথার উত্তরে শুধু বললেন— “ঠিক আছে ঠিক আছে।” রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙ্গা-চোরা থালা, লিক হওয়া বাটিসহ আরো অনেক সমস্যা দেখেও তিনি বারবার বললেন— “ঠিক আছে ঠিক আছে।”

৫ম শ্রেণির বাংলা ঠিক আছে কবিতার প্রশ্ন উত্তর:

ঠিক আছে
সুকুমার বড়ুয়া

অসময়ে মেহমান ঘরে
ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন,
ঠিক আছে ঠিক আছে।

রেশনের পচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙা-চোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন,
ঠিক আছে ঠিক আছে।

মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
তবু তিনি বললেন,
ঠিক আছে ঠিক আছে।

অনুশীলনী

১. বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

শব্দ — বিপরীত শব্দ — বাক্য
অসময় — সময় — সময়মতো হাজির হলাম।
ঠিক — ভুল — ভুল কথা বলা উচিত নয়।
হেসে — কেঁদে — কেঁদে কেঁদে সে বাড়ি গেল।
পচা — টাটকা — বাজার থেকে টাটকা মাছ কিনলাম।
ঢোকা — বের হওয়া — এই ঘরে প্রথমবার ঘুকলাম।

২. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. মেহমান সব কথাতেই কী বললেন?
উত্তর: মেহমান সব কথাতেই বললেন— “ঠিক আছে ঠিক আছে।”

খ. লোকটির সংসারে কী কী ঝামেলা আছে?
উত্তর: লোকটির সংসারে ঝামেলা আছে— রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙ্গা-চোরা থালা, লিক হওয়া বাটি, ভাঙ্গা ছাতা ইত্যাদি।

গ. কবিতাটি পড়তে কেন মজা লাগে?
উত্তর: কবিতাটি পড়তে মজা লাগে কারণ এতে হাস্যরস আছে এবং বারবার “ঠিক আছে ঠিক আছে” বলার মজার ভঙ্গি আছে।

ঘ. কবিতাটি নিজের ভাষায় লিখি।
উত্তর: একবার এক মেহমান এক লোকের বাড়িতে এলেন। লোকটি নানা কথা বললেও মেহমান সব কথার উত্তরে শুধু বললেন— “ঠিক আছে ঠিক আছে।” রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, ভাঙ্গা-চোরা থালা, লিক হওয়া বাটিসহ আরো অনেক সমস্যা দেখেও তিনি বারবার বললেন— “ঠিক আছে ঠিক আছে।”

৩. একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই।

ক. আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে।
উত্তর: আমি মাঠে গেলাম। দেখলাম সবাই খেলছে।

খ. আমি এত বার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না।
উত্তর: আমি তাকে অনেকবার বোঝালাম। তবুও তিনি আমার কথা শুনলেন না।

গ. তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন।
উত্তর: তিনি ঘরে ঢুকলেন। কিছু খেতে চাইলেন।

ঘ. আমার কথা না শুনেই তিনি চলে গেলেন।
উত্তর: তিনি আমার কথা শোনেননি। তিনি চলে গেলেন।

ঙ. তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে।
উত্তর: তিনি খেতে বসলেন। তিনি জানালেন সব ঠিক আছে।

📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now

৪. প্রশ্ন, বিস্ময়, অনুরোধ, আদেশ, ইচ্ছা—কোন ভাব বোঝাচ্ছে লিখি।

এভাবে সংসার আর চলে না! — বিস্ময়
আমাকে একটা কলম দাও। — অনুরোধ
তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে? — প্রশ্ন
এখনই চলে যাও। — আদেশ
আমার যদি একটা সাইকেল থাকত! — ইচ্ছা

Read More: ৫ম শ্রেণির বাংলা পাঠ ৪ পত্র লিখি প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বাংলা পাঠ ৪ পত্র লিখি প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বাংলা পাঠ ৪ পত্র লিখি প্রশ্ন উত্তর: আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *